হারুনর রশিদ, কক্সবাজার-১৯ই/২০কক্সবাজারের মহেশখালী উপজেলার আনসার ভিডিপি অফিসার মোঃজসিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসুচী উদযাপন করা হয়েছে।
১৯ই জুলাই সকাল ১১টার সময় উপজেলার ছোট মহেশখালীর আদিনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ কর্মসুচী পালিত হয়। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের,আনসার ভিডিপির কমান্ডার, দলনেতা / দলনেত্রীএবং আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলার আনসার ও ভিডিপি অফিসার মোঃজসিম উদ্দিন চৌধুরী সকল আনসার সদস্যদের নিয়ে আদিনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববতী প্রধান সড়কের দু’পাশে বিভিন্ন রকমের ফলদ, বনজ ওঔষুধি গাছের চারা রোপন করা হয়।
চারারোপন শেষে উপজেলার সম্মেলন কক্ষে সকল আনসার সদস্যদের নিয়ে “মাদক” বিরুধী এক আলোচনা সভা অনুষ্টিত হয় দুপুর দেড়টার সময়। উক্ত সভায় মহেশখালী থানার ওসি দিদারুল ফেরদাউস উপস্থিত হয়ে বলেন, মাদকের সাথে কোন আপোষ নয়। আনসার সদস্যদদের কে মাদকের বিষয়ে সোচ্চার হতে বলেন এবং মাদকের খোজ খবর পেলে সাথে সাথে থানায় জানাতে সকলের প্রতি অাহবান জানান ওসি। আনসার ভিডিপ অফিসার জসিম উদ্দিন চৌধুরী বলেন মাদকের গন্ধ পাওয়ার সাথে সাথে খবর চলে যাবে থানা পুলিশের কাছে। আনসার দলনেতা দলনেত্রীরা জানান, মাদক বিকিনিকির খবর পাওয়ার সাথে সাথে পুলিশে খবর দেওয়া হবে। আমরা মহেশখালীকে মাদক মুক্ত করে একটি মড়েল মহেশখালী রূপান্তর করতে থানা পুলিশের সহযোগী হয়ে কাজ করবো বলে জানান তারা।