আহম্মেদ কাওসার (ইবু), পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার ইউএনও জনাবা তানিয়া ফিরদউস ও তার পুত্র করোনায় আক্রান্ত হওয়ার দীর্ঘ এক মাস পর তিনি সম্পূর্ণ সুস্থ। তার নিজ উক্তিতে ধন্যবাদ জ্ঞাপন করেছেন যারা পাশে থেকে অক্লান্ত পরিশ্রম করেছেন। তার নিজ উক্তিতে তিনি বলেন…
হে প্রিয় সুধীর্থ..
অবশেষে দীর্ঘ প্রায় একমাস শেষে পরিবারের সকল সদস্য মহান আল্লাহতায়ালার অশেষ রহমত ও মেহেরবানি তে এবং সুপ্রিয় দশমিনাবাসির আন্তরিক দোয়া ও শুভকামনার ফলেই আজ সুস্থ হওয়ার পথে।সীমাহীন কৃতজ্ঞতা জানাই দশমিনা উপজেলার ওআমার প্রাক্তন কর্মস্থলের সকল শুভানুধ্যায়ীদের প্রতি যারা প্রতিদিন আমার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।কৃতজ্ঞতা ও আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপনকরছি মাননীয় সচিব স্যার(বিপিসি)এর প্রতি যিনি আমার করোনা পজিটিভ হওয়ার খবর জানা মাত্রই ফোন দিয়ে মানসিক ভাবে সাহসী থাকার অনুপ্রেরণা দিয়েছেন।স্যারই আমাকে প্রথম ফোন দিয়েছিলেন। কৃতজ্ঞতা ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনকরছি মান্যবর কমিশনার স্যার মহোদয় এর প্রতি যার,অপত্য স্নেহময় মানসিক শক্তি প্রদানের মাধ্যমে নিজেকে অত্যন্ত সৌভাগ্যের অধিকারি মনে হয়েছে।আবারও ধন্যবাদ জানাই স্যার।আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করি যে এত অল্প সময়ে এই উপজেলার দায়িত্ব নিয়ে এমন মহান ও অনুজপ্রতিম সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় এর সান্নিধ্যে থেকে কাজ করার সুযোগ পেয়েছি, যার কারনে করোনা আক্রান্ত হওয়ার পর স্যার প্রতিদিন নিয়মকরে তিনবার খোঁজ নিয়েছেন আমার শারীরিক অবস্থা কেমন,কোন সমস্যা আছে কিনা,বরিশালে যাওয়ার পর যেকোন সমস্যায় স্যারকে নির্দ্বিধায় বলতে পেরেছি এবং স্যার সমাধানও দিয়েছেন। অশেষ কৃতজ্ঞতা ও সীমাহীন আন্তরিক ধন্যবাদ জানাই উপজেলা প্রশাসন এর সুযোগ্য অভিভাবক কে যার দায়িত্বশীল ও অভিভাবকসুলভ স্নেহময় নির্দেশনা প্রদান, যা থেকে আমি পেয়েছি হার না মানা মনোবল ও মানসিক শক্তি। পরিবারের সবাই যখন ধারাবাহিকভাবে অসুস্থ হয়ে পড়ছিল,মানসিকভাবে অনেকটাই বিপর্যস্ত ছিলাম, কিন্তু ডিসি স্যার সবসময় আমাকে সাহস যুগিয়েছেন,আশ্বস্ত করেছেন যাতে এই বিপর্যয় উতরিয়ে যেতে পারি।স্যার যতটা আমার জন্য করেছেন আসলে এতটা পাওয়ার যোগ্য আমি নই।এই দুঃসময়ে যারা আমার পাশে থেকেছেন তাদের সকলের প্রতি যানাই আন্তরিক কৃতজ্ঞতা। ধন্যবাদ জানাই আমার এডিসি স্যারদের যারা সবসময় আমার পাশে ছিলেন।আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বিশেষ করে মাননীয় সংসদ সদস্য মহোদয়কে যিনি বেশ কয়েকবার আমাকে ফোন দিয়েছিলেন, ধন্যবাদ উপজেলা চেয়ারম্যান মহোদয়, অফিসার ইন চার্জ দশমিনা মহোদয়কে, উপজেলা প্রশাসন এর সকল কর্মকর্তা, ইউএইচএফপিও,রাজনৈতিক নেতৃত্ব, সাংবাদিকবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ,সুশীল নাগরিকবৃন্দ এবং এই উপজেলার সকল নাগরিকগনকে, যাদের অকুন্ঠ ভালোবাসা আমাকে আবার আপাদের মাঝে ফিরিয়ে এনেছে।দুঃখ প্রকাশ করছি যাদের ফোন রিসিভ করতে পারিনি।আসলেই আপনারা অনেক ধৈর্য্যশীল।আপনারা সবাই ভালো থাকুন,নিরাপদে থাকুন এবং সরকারি নির্দেশনা মেনে চলুন।
আমরা এপিএস নিউজ পরিবার তার সহ সকলের সুস্থতা কামনা করছি