সোহাগ মাহমুদ খান: দীর্ঘদিন ভাঙ্গা থাকার পর অবশেষে হাসির মুখ দেখল গড়ের মাঠের ব্রিজ। কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে কুমারখালী জিসি টু গোপগ্রাম জিসি সড়কের চেইনেজ ১১০০ মিটার ও ২৫ মিটার পিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকাল ১১ টায় প্রায় ৫০ বছরের কাঙ্খিত ব্রীজটির ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন কুষ্টিয়া ০৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ।
এসময় উপস্থিত ছিলেন কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন, জেলা এলজিইডি প্রকৌশলী জাহিদুর রহমান মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান লালু প্রমূখ।
উপজেলা এলজিইডি অফিস সুত্রে জানা গেছে,খুলনা বিভাগীয় পল্লী অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের আওতায় দুই কোটি ঊনপঞ্চাশ লক্ষ বিরানব্বই হাজার একশত নিরানব্বই টাকা পাঁচ পয়সা চুক্তিমূল্যের ব্রিজটির ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লক্ষীপাসার মেসার্স নূর কনস্ট্রাকশন এবং ব্রিজটির নির্মাণ কাজের সমাপ্তির কথা রয়েছে ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি।
উল্লেখ্য যে ব্রিজটি নির্মাণের ফলে হাজার হাজার মানুষের যাতে যাতে সুবিধা বয়ে আনবে বলে মনে করা হচ্ছে।