বানারীপাড়া প্রতিনিধিঃ কি অবাক হলেন তাইতো!
হ্যা এভাবেই দিনের পর দিন ব্রিজে উঠতে চাড় ব্যবহার করে চরম ভোগান্তিতে দিন পার করছেন বানারীপাড়া থানার সৈয়দকাঠী ইউনিয়নের ইন্দের হাওলা গ্রামের বাসিন্দারা (৪নং ওয়ার্ড)। এই রাস্তা থেকেই হারতা বাজারে যাওয়া আসা করে দৈনিক হাজারো মানুষ। ব্রিজের কোলঘেঁষে অবস্থিত একটি মসজিদ। মুসল্লিদের দিন/রাত কষ্ট করে যেতে হয় নামাজ আদায় করতে। যানিনা কখন ব্রিজটি সম্পূর্ণ ভেঙ্গে পরবে আর কার কপাল খারাপ হবে, হয়তো কোনো এক মারাত্মক দূর্ঘটনা হাতছানি দিয়ে ডাকছে। সাধারণ মানুষের পাশাপাশি ছাত্র/ছাত্রী, দিনমজুর, চাকুরীজিবি, ব্যবসায়ী সকলেরই দৈনন্দিন এই ব্রিজটির জন্য স্বাভাবিক চলাচলের অসুবিধে হচ্ছে। তাই হয়তো ব্রিজটি দ্রুত সংস্থার করতে হবে নয়তো মানুষের চলাচল সম্পূর্ণ বন্ধ করতে হবে।
বানারীপাড়ার উন্নয়নের রুপকার বরিশাল ২ আসনের মাননীয় এমপি শাহে আলম, দানবীর ক্ষ্যাত বার বার নির্বাচিত বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক এবং সৈয়দকাঠীর স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয় জনগন। যতো দ্রুত সম্ভব ব্রিজটি মেরামতের ব্যাবস্থা করা উচিত। সাধারণ মানুষ এই ভোগান্তির হাত থেকে মুক্তি চায়।