নিজস্ব প্রতিবেদকঃ বরগুনা সদর উপজেলার ২ নং গৌরিচন্না ইউনিয়নের খাজুরতলা গ্রামে এ ঘটনা ঘটে । আনসার ও খলিল হাওলাদার মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি জমার বিরোধ চলে আসছিল।
স্থানীয়রা বলেন আজ দুপুর ২টা ৩০মিনিটের সময় মাছ ব্যবসায়ী আনসার বরগুনা থেকে মাছ বিক্রি করে খলিল হাওলাদারের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় খলিল হাওলাদার দশ বারোজন লোক নিয়ে ওত পেতে থাকে আনসার কে হত্যার উদ্দেশ্যে।
এরইমধ্যে আনসারকে দেখতে পেয়ে খলিল গং এরা জোর পূর্বে আনসার কে ধরে নিয়ে বাড়ির ভিতরে চলে যায়। ঘরের বারান্দায় আনসার কে শুয়াইয়া ধারালো অস্ত্র দিয়ে তার গলার শ্বাসনালী কেটে ফেলে এলাকাবাসী জানতে পেয়ে ঘটনাস্থলে গেলে খলিল বাহিনী তার লোকজন নিয়ে পালিয়ে যায়। বর্তমানে আনসার ঢাকা মেডিকেলে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন আছে।
তার অবস্থা আশঙ্কাজনক। এ ব্যাপারে বরগুনা সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনসারের মেয়ে মোসাম্মৎ আকলিমা বেগম ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে।