উজিরপুর প্রতিনিধিঃ “শিক্ষা, শান্তি, প্রগতি” পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। যে সংগঠনটি মশাল জ্বালিয়েছে প্রজন্মের থেকে প্রজন্মে, যে সংঠনটি মুক্তিগামী মানুষের ৫৬ হাজার বর্গমাইল জুড়ে আলো জাগানো পদধূলি, যে সংগঠনটি অবিচারের প্রতি গড়ে তোলে মানবিক প্রতিরোধ, যে সংগঠনটি স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে কলিজা কাপানো মিছিল, জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশের আলোকের ঝর্না ধারা সেই সংগঠনের নাম বাংলাদেশ ছাত্রলীগ।
বাংলাদেশ ছাত্রলীগ তৃণমূলে ঝড়ো হাওয়ায় আশার আলো জ্বালিয়ে রাখা প্রদীপ। এই ছাত্রলীগ বিভিন্ন সময়ে বাংলাদেশের বড় বড় আন্দোলন সংগ্রামের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল এর মধ্যে উল্লেখ্যযোগ্য ১৯৫২ এর ভাষা আন্দোলন, ১৯৬৯ এর গনঅভ্যুত্থান, ১৯৭১ মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন সময়ে স্বৈরাচারীর আন্দোলনের ভূমিকা রাখে বাংলাদেশ ছাত্রলীগ। এই বাংলাদেশ ছাত্রলীগের উজিরপুর পৌর শাখার একজন সক্রিয় ছাত্রলীগ নেতা রিয়াদ হাওলাদার, যিনি উজিরপুর পৌর ছাত্রলীগ-কে বেগবান করার লক্ষ্যে ছাত্রলীগের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি পৌর ছাত্রলীগ কে সু-সংগঠিত করার পাশা পাশি বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের কর্মীদের সাথে ভালো একটি সম্পর্ক বজায় রাখছেন। নেতাকর্মীসহ সব সময় সকলের ইতিবাচক কাজগুলোতে যাকে পাওয়া যায় তিনি সবার প্রিয় রিয়াদ হাওলাদার। সকল নেতৃকর্মীর মন তিনি তার কর্ম আর ভালোবাসা দিয়ে জয় করেছেন বলেই ইউনিয়নের ছাত্রলীগ কর্মীদের জোডর চাওয়া রিয়াদ হাওলাদার’কে উজিরপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক করে মূল্যায়ন করা হোক। এতে উপজেলা ছাত্রলীগ আরো বেগবান ও সুসংগঠিত হবে বলে মনে করেন ওর্য়াড ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রলীগ নেতাকর্মীরা।
এব্যপারে রিয়াদ হাওলাদার বলেন, “আমি বাংলাদেশ ছাত্রলীগ, উজিরপুর পৌর শাখার সাথে দীর্ঘ দিন যাবত জড়িত। আমি বঙ্গবন্ধুর আর্দশ বুকে লালন করে, জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ধারাবাহিক ভাবে সর্বত্র বাংলাদেশ ছাত্রলীগের হয়ে কাজ করে যাচ্ছি। আমার ব্যাক্তিগত মনের কোনো চাওয়া পাওয়া নেই, তবে স্থানীয় নেতৃত্ববৃন্দ যদি আমাকে কোনো দায়িত্ব দেন তবে সেটি সার্বক্ষনিক অক্ষরে অক্ষরে পালন করার জন্য প্রস্তুত আছি। যত দিন আছি, দলের জন্য এভাবেই ভাবে কাজ করে যাব ইনশাল্লাহ।’