আহম্মেদ কাওসার, পটুয়াখালীঃ- পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কিসমত শ্রীনগর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভবনের নির্মাণ কাজে চরম অনিয়মের অভিযোগ উঠেছে।
এ প্রকল্পের ঠিকাদারের মোঃ বশির উদ্দিন, ২০১৮-১৯ অর্থ বছরে নির্মানধীন কাজে কম ফিটনেসে ফাউন্ডেশনের নিচে কাদা মাটি থাকা অবস্থায় উল্টা পাল্টা ঢালাই করে কিছু পিলার নির্মান করা করেন। সেকারণে নির্মানের পরেই কিছু পিলার আংশিক হেলে পড়তে দেখা যায়। এ বিষয়ে ঠিকাদার মোঃ বশির উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে কিশমত শ্রীনগর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা ভবনের নির্মাণ কাজের টেন্ডার বশির উদ্দিনের কনষ্ট্রাকশন নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান পায় স্বীকার করে তিনি ওই শিক্ষা প্রমির্জাগঞ্জে স্কুলঘর নির্মাণে অনিয়মঃ সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তাতিষ্ঠানের কাজ তদারকির দায়িত্বে থাকা জনৈক মোঃ রফিক জনৈক সাথে যোগাযোগ করতে বলেন।
এ বিষয়ে তিনি আর কোন মুখ খুলতে রাজী হননি। ঠিকাদার মোঃ বশির উদ্দিনের ভাষ্য মতে, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হাসিনা এ কাজের সাব কন্টাক্টর। ভাইস চেয়ারম্যান মুঠো ফোনে সকল অভিযোগের সত্যতা শিকার করে বলেন, আমি এ ব্যাবসায় নতুন কাজ করি এবং এ ব্যাপারে যা কিছু বলার তার সহযোগী পার্টনার রফিক বলতে পারবেন। মোঃ রফিকের কাছে তার কাজের অনিয়মের ব্যাপারে জানতে চাইলে তিনি মুঠোফোনে পিলার সমস্যার কথা শিকার করে জানান বিভিন্ন অফিস আদালতে টাকা পয়সা দিয়ে কাজ করতে হয়। রোববার (১২ জুলাই ) সরোজমিনে সাধারন জনগনের উপস্থিতিতে রফিক সাধারন জনগন ও সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন৷ কাজ করব না।তবে কাজের রড সরিয়ে এলাকাবাসীকে মামলায় দিব এবং ভোগতে হবে এলাকার জনগনকে। এ ছাড়া সাংবাদিকদের সাথেও হুমকিমূলক আচারন করেন।
স্থানীয় বাসিন্দা ও কিসমত শ্রীনগর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি মোঃ আাঃ রাজ্জাক মাষ্টার এ প্রতিনিধিকে ক্যামেরায় অভিযোগ করে বলেন, ভবনটির কাজ শুরুতেই অনিয়ম করা হয়েছে এবং নিচে কাঁদা মাটি থাকা অবস্থায় পিলারের কাজ করতে গিয়ে আজ পিলার গুলো আংশিক হেলে পড়তে যাওয়ার অবস্থা। সাব কন্টাক্টররা দ্রুত পিলারের গোড়ায় মাটি দিয়ে ঢেকে রাখে এবং পিলার গুলো ছাড়া ও অন্য কোন প্রকারে এই ভবনটি করতে যেন অনিয়ম না হয় সেই প্রতাশা এলাকাবাসীর।
সংশ্লিষ্ট কাজের তদারককারী ইন্জিনিয়ার মোঃ লুৎফর রহমান মুঠোফোনে জানান, সরকারী কাজে একচুল পরিমান অনিয়ম করতে পারবে না । তা ছাড়াও ভাল কাজ করতে হলে ওই পিলারগুলো যদি রিমোভ করতে হয় তাহলে সেটা করতে হবে। এ প্রতিনিধির সামনে এলাকার বহু লোক আক্ষেপ করে বলেন যে এই কাজের অনিয়ম যেন নিয়মিত না করতে পারে সে ব্যাপারে মিডিয়ার মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার আশাবাদও ব্যাক্ত করেন।