মোঃ আলাউদ্দীন মজুমদার শাহীন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বন্যায় মৎস্যচাষী বা খামারিদের করণীয় ও সতর্কীকরণ লিফলেট এবং পরামর্শ প্রদান করা হয়েছে।
সোমবার উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় মৎস্য অফিসার মুরাদ হোসাইন প্রামাণিকের নির্দেনায় সতর্কীকরণ পরামর্শ প্রদান ও লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা ক্ষেত্র সহকারী বাবু কমলেশ চন্দ্র, সাংবাদিক আনিসুর রহমান আগুন, সাজু মিয়া প্রমূখ। এতে মৎস্য চাষী বা খামারিদের বন্যার পূর্বে, বন্যা চলাকালীন ও বন্যা পরবর্তী করণীয় বিষয়ক পরামর্শ দেয়া হয়। উপজেলার রামডাকুয়া,পৌর সভা ও তারাপুরের গুচ্ছ গ্রামের বন্যা কবলিত হতে পারে এমন পুকুর মালিক ও খামারিদের পরামর্শ প্রদান করা হয়েছে। পাশাপাশি তাদের হাতে বন্যা সতর্কীকরণ লিফলেট দেয়া হয়