নিজস্ব প্রতিবেদকঃ নোয়াখালীর সেনবাগ উপজেলার উত্তর মানিকপুরে আলোচিত বুদ্ধি প্রতিবন্ধী (২০) গণধর্ষণ মামলার অন্যতম আসামি আকরাম (২৫) পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।
শুক্রবার রাত আড়াইটার দিকে ধর্ষণকারীদের এলাকা উত্তর মানিকপুর দারুল আরকাম এবতেদায়ী মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটেছে। সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধার নেতৃত্বে এস আই নাজমুল হোসেন, এস আই জসিম উদ্দিন ও এ এস আই লোকেনের সমন্বয়ে অভিযান পরিচালনার সময় ধর্ষণকারী আকরামের নেতৃত্বে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশ ২২ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। এতে আকরাম গুলিবিদ্ধ হয় এবং ৩ পুলিশ কনস্টেবল আহত হয়। তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকরামকে মৃত ঘোষনা করেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি এলজি, দুই রাউন্ড তাজা কার্তুজ, ৬ রাউন্ড গুলির খোসা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করেছে। বন্দুকযুদ্ধে নিহত আকরামের লাশ নোয়াখালী মর্গে প্রেরন করেছে পুলিশ। নিহত আকরাম সেনবাগের উত্তর মানিকপুর গ্রামের আবদুল গফুরের বখাটে পুত্র। গত ৬ জুন ১০ নরপশু প্রতিবন্ধী (২০) কে একটি কবরস্থানে নিয়ে ৪ ঘন্টাধরে পাশবিক নির্যাতন চালায়।
মামলা দায়েরের পর সংঘবদ্ধ চক্রটির ফারুক, ফাহিম ও রিয়াদ নামে ৩ ধর্ষককে পুলিশ গ্রেফতার করেছে।