এস এন নাঈম আহম্মেদ
হে মানব,
তুমি বড়ই স্বার্থপর।
করোনার প্রকপে তুমি করেছো মোদের পর।
ভাইরাস এসে বুঝিয়ে দিলো কেউতো কারো নয়।
দু’দিনের এই ভালোবাসা, সবই অভিনয়।
চিন থেকে শুরু করে জাপান গেল কেঁপে,
মানবতার যায়গা থেকে,
দেখলো না কেউ মেপে !
ছোট বড় বৃদ্ধ বলো,
কেউ পেলনা রেহাই।
আজও বুঝলাম না মানব জাতির,
কিশের এত বড়াই !
আজও কেউ খুঁজে পেলনা,
এই ভাইরাসের সন্ধি,
ব্যাস্ত জীবন ছেড়ে সবাই,
নিজ গৃহে বন্দি !
বার বার মনের মাঝে,
একটি প্রশ্ন জাগে।
রাত পোহালেই মরতে হবে,
কে মরবে কার আগে !!