আলাউদ্দীন মজুমদার শাহীন, সুন্দরগঞ্জ( গাইবান্ধা) থেকেঃগাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা চরাঞ্চলে বন্যার কারণে নৌকা বানানোর তোরজোর চলছে ।সরেজমিনে গিয়ে দেখা গেছে, তিস্তার পানি কিছুটা কমানো শুরু হলেও এখনও আশঙ্কা কাটেনি বড় ধরনের বন্যার। যার কারণে বিভিন্ন চরাঞ্চলে নৌকা তৈরির তোরজোর চলছে।
পৃথিবীর অতি প্রাচীণ জনপ্রিয় যোগাযোগ মাধ্যম হলো নৌকা। আর নদী মাতৃক দেশ বাংলাদেশে ত তার জুড়েই নেই। আজও নদী অঞ্চলে এর জনপ্রিয়তা বেশ লক্ষনীয়। বিশেষ করে বর্ষাকালে নৌকার কদর অনেকটাই বেড়ে যায়। একারণে এসময় নৌকা নির্মাণ শ্রমিকদের চাহিদাও অনেকাংশে বেড়ে যায়। এক একটি নৌকা বানাতে প্রায় ১২ হতে ১৪ টি শ্রমিক লাগে। নৌকা বানাতে মেহগনি ও ইউক্লেকটাস কাঠসহ বিভিন্ন কাঠ ব্যবহার করা হয়ে থাকে। একটি নৌকা ১২ হাজার হতে ১৬ হাজার টাকায় বিক্রি করা হয়।
এব্যাপারে নৌকা নির্মাণ শ্রমিক আমর উদ্দিন বলেন, নৌকা বানোর কাজ ত আর সারা বছর খুব একটা হয়না। বর্ষাকালে মোটামুটি কাজের চাহিদা দেখা যায়। নৌকাগুলো সাধারণত জেলেরা মাছ ধরার জন্য কিনে থাকে। অনেকে আবার গৃহস্থালি কাজে ব্যবহারের জন্যও নেন। সেই সাথে খেয়াঘাটে পারাপারের জন্য এবং নদী ভ্রমন প্রেমীদের জন্য নিয়ে থাকেন অনেকে। সব মিলে চরাঞ্চলে চলছে নৌকা নির্মাণের বেশ তোরজোর।