নিজস্ব প্রতিবেদক :পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় করোনা অাক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এপ্রিলের গোড়ার দিকে শনাক্ত হয় মঠবাড়িয়ায় প্রথম করোনা অাক্রান্ত। এখন শনাক্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১০৯ জনে।
তারমধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫১ জন। অাইসোলেশনে রয়েছেন ৫৮জন। তবে, শনাক্ত রোগীর মধ্যে মৃত্যু হয়নি কারো। জেলা সিভিল সার্জনের বরাত দিয়ে এ তথ্য দেয়া হলেও উপসর্গ নিয়ে ভুগছেন প্রায় ঘরে ঘরে। উপসর্গ নিয়ে ইতোমধ্যে মারা গিয়েছেন বেশ কয়েকজন। তবে অাক্রান্তের সংখ্যা যে বাড়ছে জ্যামিতিক হারে এ নিয়ে সন্দেহ নেই। প্রথম ৫০জন শনাক্ত হয়েছে ৭৪ দিনে, পরবর্তী ৫০জন শনাক্ত হয়েছে মাত্র ৯দিনে। তবুও মানুষ মানছেন না স্বাস্থ্যবিধি। মাস্ক পরিধানে রয়েছে তাদের অন্তর্নিহিত অনীহা। হাট-বাজার, ক্রয়-বিক্রয়,উদ্দেশ্যহীন ও অপ্রয়োজনীয় ভিড় জমানো চলছে অবাধে। অযাচিত সংক্রমণ বাড়ছে ক্রমাগত। এদেরকে দেখভাল করারও নেই কেউ। প্রশাসন কিংবা জনপ্রতিনিধি কেউ দেখাতে পারছেন না শক্ত অবস্থান।
পৌর শহরের ক্ষুদ্র একটি অংশে রেডজোন অাখ্যা দিয়ে নামমাত্র লকডাউন থাকলেও অন্যসকল অঞ্চল প্রশাসনিক হিসেবে গ্রীনজোন বিবেচিত। এমতো অবস্থায় শঙ্কিত মঠবাড়িয়ার সচেতন সমাজ। তারা চাচ্ছেন কঠোর লকডাউন। কঠোর লকডাউন এবং সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইনের বাস্তবায়ন পারে সংক্রমণের উচ্চহার কমিয়ে অানেতে। তবে, এ বিষয় যথাযথ কর্তৃপক্ষের নেই কোনো নজরদারি।