সব
facebook apsnews24.com
পিতা'র মৃত্যুর ৩৬ বছরেও পায়নি সম্পত্তি: মহেশখালীর মেয়রের বিরুদ্ধে হামলার অভিযোগ। - APSNews24.Com

পিতা’র মৃত্যুর ৩৬ বছরেও পায়নি সম্পত্তি: মহেশখালীর মেয়রের বিরুদ্ধে হামলার অভিযোগ।

পিতা’র মৃত্যুর ৩৬ বছরেও পায়নি সম্পত্তি:  মহেশখালীর মেয়রের বিরুদ্ধে হামলার অভিযোগ।

কক্সবাজার প্রতিনিধি-৬ জুলাই-২০২০ইং। কক্সবাজারের মহেশখালী পৌসভার মেয়র মকছুদ মিয়ার বিরুদ্ধে সৎ ভাইয়ের সন্তানদের সম্পত্তির ভাগ চাওয়ায় মারধরের অভিযোগ করেছে। এ ঘটনায় মহেশখালীতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে ৬ জুলাই সোমবার দুপুর অনুমান ১২ টার সময়। মহেশখালী পৌর মেয়র মকছুদ মিয়ার পিতা হাশেম সিকদারের ৩ স্ত্রীর ৭ মেয়ে ও ৯ ছেলে সন্তান রয়েছে। ২য় স্ত্রীর পুত্র মরহুম আমান উল্লাহ সিকদারের স্ত্রী দিলারা বেগম ও বড় সন্তান ফরহাদ সিকদার জানায়, হাশেম সিকদার বিগত ৩৬ বছর পূর্বে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পূর্বে তিনি বৃহত্তর গোরকঘাটার চেয়ারম্যান ছিলেন। তিনি মৃত্যুবরণের পর থেকে দীর্ঘ সময়কাল মেয়র মকছুদ মিয়া, আবু বক্কর ছিদ্দিক সাবেক উপজেলার চেয়ারম্যান ও আতা উল্লাহ বোখারীদের নিয়ন্ত্রনে থাকে। অদ্য সময় পর্যন্ত মরহুম হাশেম সিকদারের স্থাবর-অস্থাবর কোন সম্পদের ভাগ-ভাটোয়ারা দেয়নি।

যুবলীগ নেতা ফরহাদ সিকদার জানায় তার বাবা আমান উল্লাহ সিকদার মারা যাওয়ার পর বিগত ২ বছর পূর্ব থেকে তাদের একটি বাড়ী তৈরি করার জন্য মেয়র মকছুদ মিয়া ও আবু বক্কর এর নিকট একাদিকবার আবেদন করে ফরহাদ গং। সে আরো জানায় মহেশখালী কুতুবদিয়ার বর্তমান সংসদ সদস্যকেও অবহিত করা হয় বিষয়টি। অবশেষে ঘটনার দিন ৬ জুলাই সোমবার দুপুর ১২ টায় হাশেম সিকদারের বাড়ীর ২একর ৪০শতক জমির ১টি অংশে আমান উল্লাহ’র পুত্র সন্তানেরা জায়গা পরিস্কার করে বসতবাড়ী তৈরি করতে যায়। এমতাবস্থায় মেয়র মকছুদ মিয়া, আবু বক্কর চেয়ারম্যান, আতা উল্লাহ বোখারী, মামুন ও মেয়র মকছুদের স্ত্রীসহ অনেকেই তাদের উপর হামলা চালায়। তাদের হামলা থেকে রক্ষা করতে আমান উল্লা’র কনিষ্ট কন্যা অন্তস্বত্তা ফারজানা ইয়াছমিন এগিয়ে আসলে তাকেও ব্যাপক মারধর করে। স্ত্রী দিলারা বেগম ও ফরহাদ সিকদারকে মারধর করে বলে অভিযোগ করেন। জীবন রক্ষার্থে দ্রুত অন্তসত্তা বোনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিতে হাশেম সিকদারের অপর পুত্র সেলিম উল্লাহ সিকদারের সন্তান (আহত ফরহাদের চাচাত ভাই শাহিন আরফাতকে ফোনে এগিয়ে আসার জন্য জানার পর পর শাহিন আরফাত বড় রাখাইন পাড়ার বাসা থেকে সিএনজি করে মেয়রের বাড়ীর দিকে যাওয়ার পথে, তার উপর ও হামলা করে বলে জানায় শাহিন আরফাত।আহত ফারজানা ইয়াছমিনের অবস্থ আশংকা জনক হওয়ায় তাকে মহেশখালী হাসপাতাল থেকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। ঘটনার বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামিরুল ইসলাম জানায় বিষয়টি কেউও অভিযোগ করেনি। শুনেছি পারিবারিক বিষয়ে ঘটনা।

আপনার মতামত লিখুন :

ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের পাঁচবার নির্বাচিত এমপি আব্দুল হাই আর নেই

ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের পাঁচবার নির্বাচিত এমপি আব্দুল হাই আর নেই

দেশে পর্যাপ্ত সংখ্যক বিচারক নেই, প্রধান বিচারপতি

দেশে পর্যাপ্ত সংখ্যক বিচারক নেই, প্রধান বিচারপতি

কাওলা শিয়ালডাঙ্গায় পশুর হাটে হাইকোর্টের স্থগিতাদেশ।

কাওলা শিয়ালডাঙ্গায় পশুর হাটে হাইকোর্টের স্থগিতাদেশ।

কুষ্টিয়ায় কুপিয়ে হত্যার দায়ে তিন জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

কুষ্টিয়ায় কুপিয়ে হত্যার দায়ে তিন জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

ফুলবাড়ীতে এসএসসি ১৯৭৯ ব্যাচের বন্ধু মিলন-মেলা অনুষ্ঠিত

ফুলবাড়ীতে এসএসসি ১৯৭৯ ব্যাচের বন্ধু মিলন-মেলা অনুষ্ঠিত

সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার পাচ্ছেন শিশুসাহিত্যিক স.ম. শামসুল আলম

সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার পাচ্ছেন শিশুসাহিত্যিক স.ম. শামসুল আলম

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj