মোঃ রাসেল হোসাইন বরগুনা প্রতিনিধি ঃ বিশ্ব আজ এক সংকটাপন্ন ও অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছে। কয়েক ন্যানোমিটার অণুজীবের কাছে গোটা পৃথিবী আজ অসহায়। কোথায় আজ বিশ্বের ক্ষমতাধর দেশ? পারলোনা আজও এই মরণঘাতী ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করতে। মরণঘাতী করোনার নির্মম নিষ্ঠুর থাবার আক্রান্ত থেকে রেহাই পাবার আকুতি সকল মানবজাতির।
গোটা বিশ্বের সাথে তালমিলিয়ে আজ সংক্রমিত বাংলাদেশ। বাংলাদেশ একটা ছোট দেশ। হ্যা, তবে জনসংখ্যায় ছোট নয় আমাদের দেশ। দেশের ৭৫% মানুষ কৃষির উপর নির্ভরশীল। বাস তাদের গ্রামে। বলতে গেলে এরা সবাই দরিদ্রের মধ্যে দিনযাপন করছে!!! এই সংকটময় মুহূর্তে মানুষের চিকিৎসা সেবায় যারা এগিয়ে এসেছে আর এই দূর্যোগময় মুহুর্তে তাদের পাশে এসে দাড়ালেন – বরগুনার এমপি এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু । বরগুনায় এমপি’র উদ্যোগে বরগুনা জেনারেল হাসপাতালে খাদ্য সামগ্রী বিতরণ সোমবার সকালে বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর উদ্যোগে হাসপাতালে স্টাফদের মাঝে এসব প্রদান করেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুনাম দেবনাথ।
এ সময় হাসপাতালের ডাক্তার নার্স ও বরগুনার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে এক বক্তব্যে অ্যাডভোকেট সুনাম দেবনাথ বলেন, করোনাভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ভাইরাস নির্মূলে লড়াই চালিয়ে যেতে হবে। এবং এই মহামারী সময়ে সবাই সচেতন থাকবো সুস্থ থাকব কেউ বিনা কারণে বিনা প্রয়োজনে ঘরের বাহিরে বের হব না এবং আমরা যারা রয়েছি যার যার সাধ্যমত সবাই সবার পাশে থাকবো এবং সবাই সবার জন্য দোয়া করব আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা এ কার্যক্রম চালিয়ে যেতে পারি এছাড়াও এই প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাসে বরগুনার কোন মানুষ না খেয়ে থাকবে না জানিয়েছেন বরগুনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ( এমপি)।