রাকিবুল ইসলাম তনু পটুয়াখালী প্রতিনিধি,
আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চলমান করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অনুকূলে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান করা হয়।
আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী এবং সভাপতিত্ব করেন জনাব জি. এম. সরফরাজ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাজী আলমগীর, সভাপতি, জেলা আওয়ামী লীগ, পটুয়াখালী; জনাব আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ, পটুয়াখালী; জানাব এ্যাড. মোঃ গােলাম সরােয়ার, চেয়ারম্যান, পটুয়াখালী সদর উপজেলা পরিষদ; জনাব মহিউদ্দিন আহম্মেদ, মেয়র, পটুয়াখালী পৌরসভা; জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, জেলা শিক্ষা অফিসার, পটুয়াখালী; জনাব মোঃ মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); জনাব কাজী শামসুর রহমান ইকবাল, সভাপতি, প্রেস ক্লাব, পটুয়াখালী; নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক উপস্থিত সকলকে মুজিববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং শ্রদ্ধাভরে স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী চলমান করোনা পরিস্থিতিতে সকল শ্রেণী-পেশার মানুষের খোঁজখবর রাখছেন এবং তাঁর সুযোগ্য নেতৃত্বে করোনা পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন কার্যক্রম সুসমন্বিত ভাবে সম্পন্ন হচ্ছে। সরকারের এই সব কার্যক্রমকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে একযোগে কাজ করার জন্য এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জেলা প্রশাসক সকলের প্রতি আহবান জানান।