এপিএস নিউজ ডেস্ক
বেঁচে থাকলে বিচার করা যাবে। এখন আপাতত আদালতের কার্যক্রম আজ থেকে স্ব-উদ্যোগে সীমিত করলাম। — জামালপুর জেলা জজ আদালতের ল্যান্ড সাভর্ে ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক যথার্থই লিখেছেন । তার ফেসবুক পেজ থেকে নেওয়া । আগে জীবন তারপরে বিচার-আচার, কোন ধরনের রিস্ক নয়। সীমিত আকারে বিচার কাজ চলবে……
এদিকে্ একই বিষয় নিয়ে আজ সুপ্রিমকোর্ট থেকে আদালতের বিচার কাজ সংক্ষিপ্ত ও সীমিত করতে পরিপত্র বা সার্কুলার জারি করেছে সেখানে একই ভাবে জনগুরুত্বপূর্ণ শুনানী ছাড়া বাকী কাজ মুলতবি রাখার নিদর্েশ প্রদান কার হয়েছে।