তালহা জাহিদ : বিশ্বব্যাপী পরিবেশ বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগ থেকে প্রকৃতিকে রক্ষায় ও মুজিবর্বষ সারাদেশে বৃক্ষরোপন কর্মসূচি পালন করছে বাংলাদেশ ছাত্রলীগ।
গত শুক্রবার সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সংগঠনের শীর্ষ দুই নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ কর্মসূচির আওতায় সারাদেশে ছাত্রলীগের প্রত্যেকটি কমিটির প্রতি বৃক্ষরোপন কর্মসূচি সফল করার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের শীর্ষ নেতারা। তারই ধারাবাহিকতায় জেলার উজিরপুরের ছাত্রলীগ নেতাকর্মীদের নিজ নিজ উদ্যোগে পাড়ায় মহল্লায় বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ গঠনে নেতাকর্মীদের সারাদেশে গাছ লাগাতে হবে। বিভিন্ন সময় নানা অসাধু গোষ্ঠীর কারণে দেশের বিভিন্ন জায়গায় গাছ কেটে ফেলায় পরিবেশে এর প্রভাব পড়েছে। এটা কাটিয়ে উঠতে সারাদেশে ছাত্রলীগ নেতা-কর্মীদের বনজ, ফলজ ও ভেষজ গাছ লাগাতে হবে।এ কর্মসূচির আলোকে গতকাল উজিরপুর আব্দুর মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ ভি পি ও উজিরপুর উপজেলা ছাত্রলীগের সক্রিয় এবং একনিষ্ঠ কর্মী ও বড়াকোঠা ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ হৃদয় মৃধার নেতৃত্বে উপজেলার বড়াকোঠা ইউনিয়নে বৃক্ষ রোপণ করা হয়।