নিজেস্ব প্রতিবেদক : পটুয়াখালীর বাউফল উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তার বোনকে কুপিয়ে হাসপাতালে পাঠালেন যুবলীগ নেতা ও তার সহযোগীরা।
মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯টার দিকে বাউফল উপজেলার বাউফল ইউনিয়নের পশ্চিম বিলবিলাশ গ্রামের গাজী বাড়ির সামনে এ ঘটনা ঘটে।আহতরা হলেন বাউফল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোমিনুল হক (৩০) ও তার বোন শারমিন নাহার (৫০)। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তারা।
স্থানীয় সূত্র জানায়, বিলবিলাশ গ্রামের ছালাম মাস্টারের ছেলে যুবলীগ নেতা জাহিদ হোসেন কালা (২৫) ও তার সহযোগীরা গ্রামে নানা অপকর্ম করে আসছেন। এ নিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা মোমিনুল হক প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হন জাহিদ ও তার সহযোগীরা।মঙ্গলবার সকালে একটি সালিশ-বৈঠকে যাচ্ছিলেন মোমিনুল। পশ্চিম বিলবিলাশ গাজী বাড়ির সামনে পৌঁছলে যুবলীগ নেতা জাহিদ ও বাবুলের নেতৃত্বে ৫-৭ জন যুবক রামদা দিয়ে কুপিয়ে মোমিনুলকে জখম করেন। খবর পেয়ে বোন শারমিন নাহার মোমিনুলকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পরে মোমিনুলের ভাতিজা শাহরিয়ার মোটরসাইকেলে ঘটনাস্থলে গেলে তাকেও পিটিয়ে মোটরসাইকেল পুড়িয়ে দেন জাহিদ ও বাবুলের লোকজন।
এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানের কর্তব্যরত চিকিৎসক মোমিনুলকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে হামলা ও মারধরের ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন জাহিদ হোসেন কালা ও তার ভাই জহির হোসেন।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।