তালহা জাহিদ॥ দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে আগৈলঝাড়া উপজেলা ৫০ শয্যা হাসপাতালে রোগীদের নিবিড়ভাবে সেবা প্রদানের জন্য বৃহৎ আকারের জেনারেটর প্রদান করলেন মন্ত্রী পদমর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন, পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, হাসপাতালের উপদেষ্টা, জাতির পিতার ভাগ্নে আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।
আজ (২৭ই) জুন শনিবার সকালে এমপি আবুল হাসানাত আবদুল্লাহ’র নিজস্ব অর্থায়নে প্রদান করা জেনারেটর হাসপাতাল প্রধান ডা. বখতিয়ার আল মামুনের কাছে হস্তান্তর করেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
হাসপাতাল চত্তরে সামাজিক দূরত্ব বজায় রেখে জেনারেটর হস্তান্তরের পূর্ব এক সংক্ষিপ্ত সভায় ডা. বখতিয়ার আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। এসময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ডা. সমিরন হালদার, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু। এসময় হাসপাতালের চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা পূর্বের নস্ট জেনারেটরের কারণে বিদ্যুৎ বিহীন অবস্থায় হাসপাতালে রোগীদের সেবা প্রদানে নানাবিধ সমস্যার কথা বিবেচনা করে এলাকার অভিভাবক এমপি আবুল হাসানাত আবদুল্লাহ কর্তৃক জেনারেটর প্রদান করায় তাকে বিশেষ ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।