রাকিবুল ইসলাম তনু পটুয়াখালী প্রতিনিধি, পটুয়াখালী ছোট আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের সামনে সালিশ না মেনে বাদীপক্ষকে মারধর করেছে একই এলাকার সন্ত্রসীরা।
হাসপাতাল সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার সকাল ১১ টায় ছোট আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের সামনে এসআই রাসেল জমিজমার বিরোধে সালিশ-বৈঠকে মিলিত করে দেন সালিশ বৈঠকে বাদী সালাম চৌকিদার এর পক্ষে ইউনুস চৌকিদারকে বিবাদীপক্ষ ফারুক মৃধার পক্ষ নিয়ে ফারুক চৌকিদার সালিশ না মেনে অপর পক্ষের ইউনুচ চৌকিদার সত্য কথা বললে তার উপর ক্ষিপ্ত হয়ে তাকে এলাপাথরী মারধর করে। এ খবর শুনে তার ছেলে কাওছার বাচাতে এলে তাকেও সন্ত্রাসী ফারুক মৃধা,ফারুক চৌকিদার, জাহাঙ্গীর,মঞ্জু ,সাহেদুল, খবির, শাহিন, রিয়াজ, নুর হোসেন,বক্কর,নুহুসহ আরো ৫/৬জন অতর্কিত হামলা চালায় এবং কাওসারকে বলে শালা তোকে তো খুজি তোকে আজ মেরে ফেলবো এসব বলে তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে তার অবস্থা আশঙ্কাজনক দেখলে তাকে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে ভর্তি করে।
উল্লেখ্য এর আগে কাওসার পটুয়াখালী সদর থানায় একটি সাধারণ ডায়রী করে বিবাদী মোঃ ফারুক চৌকিদার,শাহাজুল চৌকিদার,মোঃ জহিরুল চৌকিদারসহ আরো ৪/৫জনকে অভিযোগকরে ৩ মে ২০২০ইং তারিখ সাধারন ডায়রী করেন। উক্ত মারধরের ঘটনায় মামলা প্রক্রিয়া ধীন আছে বলে জানায় মোঃ কাওছার।