পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের ৩৬৩৫ (তিন হাজার ছয়’শ পয়ত্রিশ) জেলে পরিবারের মধে ৫৬ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। ঝাটকা নিধন প্রতিরোধে বিশেষ সহায়তা (ভিজিএফ) হিসেবে জুন মাসের ২৫,২৬,তারিখ পর্যায়ক্রমে এ চাল জেলেদের মধ্যে বিতরণ করা হয়েছে।
শুক্র, এবং শনিবার এই দুই দিন চরমোন্তাজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মিয়া ইউনিয়নের স্লুইস বাজারের আশ্রয়ন প্রকল্পের মাঠ চত্বরে এ চাল জেলেদের মধ্য বিতরণ করেন।এ সময় উপস্থিত ছিলেন,উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জুয়েল উপজেলা মৎস্য অফিসার মোঃ মোসলেম উদ্দিন এবং ইউপি সদস্যরা।
ইউপি চেয়ারম্যান মোঃ হানিফ মিয়া বলেন, চরমোন্তাজ ইউনিয়নের স্মার্ট কার্ড আছে এরকম সকল জেলে পরিবারের মধ্যে ৫৬ কেজি করে চাল বিতরণ করছি।এবং তিনি আরও বলেন আমাদের ইউনিয়ন এর বেশির ভাগ মানুষই হতদরিদ্র, এবং দেশে করোনা ভাইরাস এর প্রভাবে আমাদের উপকূলীয় অঞ্চলের জেলেরা খুব অসহায় হয়ে পড়েছে,তিনি বলেন আমরা বঙ্গোপসাগরের খুব কাছাকাছি বসবাস করি যার কারণে আমাদের ইউনিয়ন এর বেশির ভাগ মানুষই মাছ ধরে তাদের সংসার চালায় আমাদের ইউনিয়ন এ অনেক জেলে রয়েছে,আমরা স্মার্ট কার্ডধারীদের মাঝে চাল বিতরণ সুষ্ঠু ভাবে সম্পন্ন করতেছি ইনশাআল্লাহ আশা করি পর্যায় ক্রমে ইউনিয়নের সকল জেলেদের মধ্য মৎস্য ভিজিএফ এর চাল বিতরণ করা হবে।