মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন বলেছেন, তার দেশ আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না। কারণ করোনা মহামারীতে মালয়েশিয়ার অর্থনীতি ধুঁকছে। এসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশন্স (আসিয়ান) এর দেশগুলোর শীর্ষ নেতাদের এক টেলিকনফারেন্সে তিনি এই কথা বলেন।
মিয়ানমার এই আঞ্চলিক জোটের সদস্য। দেশটিতে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর দীর্ঘদিন ধরে পরিকল্পিত নিধনযজ্ঞ চলছে। যে কারণে নিজ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে লাখ লাখ রোহিঙ্গা। বাংলাদেশেই আশ্রয় নিয়ে আছে সাড়ে ১১ লাখ রোহিঙ্গা। এক লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে মালয়েশিয়াতে। তবে সম্প্রতি রোহিঙ্গা বোঝাই নৌকাকে ভিড়তে দেয়নি মালয়েশিয়ার কর্তৃপক্ষ।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের তৃতীয় কোনো দেশে দ্রুত পুনর্বাসিত করার জন্য ইউএনএইচসিআরকে আহবান জানিয়েছেন। একইসঙ্গে রোহিঙ্গাদের পাচার ঠেকাতে প্রচেষ্টা আরো জোরদারের কথা বলেছেন। সংকট নিরসনে আসিয়ানের অবশ্যই মিয়ানমারকে সহায়তা করতে এবং মিয়ানমারকেও এক্ষেত্রে আরো বেশি কাজ করতে আহবান জানিয়েছেন।