জিয়াউল, আনোয়ার
রাজশাহী ব্যুরো:
করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সুশান্ত কুমার মাহাতোর রিপোর্ট অবশেষে করোনা ভাইরাস পজিটিভ এসেছে। বৃহস্পতিবার সান্ধায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছে।
সম্প্রতি , বুধবার সকালে হঠাৎ করে প্রচন্ড জ্বর দেখা দিলে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে একটি বিশেষ কক্ষে চিকিৎসা দেয়া হচ্ছিল ইউএনও কে। তার শরীরে করোনার উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে করোনা পরীক্ষা ল্যাবে পাঠানো হলে বৃহস্পিবার তার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিএইচও বলেন, স্যারের শরীরে জ্বর ডেঙ্গু সংক্রান্ত বা সিজিনালও হতে পারে। উনার (ইউএনও) স্ত্রী ও সন্তানও জ্বরে ভুগছেন। ফলে উনার পরিবারের সদস্যসহ ইউএনও অফিসে স্টাফদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে রাজশাহী মেডিকেলে পাঠানো হলে আজ তার রিপোর্ট পজিটিভ আসে বলে জানান তিনি।