জিয়াউর কবির স্বপন রাজশাহী ব্যুরোঃ অফিসের মেইন গেটে ঢুকতেই চোখে পড়বে বড় বড় করে লেখা আমি ও আমার অফিস অনিয়ম ও দূর্নীতি মুক্ত। কিন্তু বাস্তবে তার উল্টো। টাকা নিয়েও কাজ না করে দিয়ে মাসের পরে মাস বছরের পর বছর ঘোরাচ্ছেন বলে রাজশাহীর তানোর উপজেলা এসিল্যান্ড (ভূমি) অফিসের কর্মকর্তা নাজির সাহিনুর রহমানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এতে করে একজন সরকারি কর্মকর্তার এমন চাঞ্চল্যকর ঘুষের ঘটনাটি ফাঁস হয়ে পড়লে উপজেলা জুড়ে দেখা দিয়েছে তীব্র নিন্দা ও নাজির সাহিনুর রহমানের শাস্তির দাবিতে উত্তেজনা।
জানা গেছে, এসিল্যান্ড (ভূমি) অফিসের নাজির সাহিনুর রহমান দীর্ঘদিন ধরে অফিসে একটি সিন্ডিকেট তৈরি করে ভূমি দালালদের মধ্যেমে খারিজ খাজনা ও ডিসিআর দেয়ার নামে সাধারণ মানুষের কাছে থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। এমনকি অনেক অসহায় সাধারণ মানুষের কাছে ডিসিআর কেটে দেয়া হবে বলে আগেই তাদের কাছে থেকে টাকা নিয়েও ডিসিআর দিচ্ছেন না বলেও অভিযোগ রয়েছে নাজির সাহিনুর রহমানের নামে। এতে করে এসিল্যান্ড (ভূমি) অফিসে আশা সেবা গ্রহীতারা নাজির সাহিনুরের হয়রানির শিকার থেকে মুক্তি পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা ডিসি অফিসারের হস্তক্ষেপ কামনা করেছেন।
তানোর এসিল্যান্ড (ভূমি) অফিসে সেবা নিতে আশা ভুক্তভোগী শহিদুল ইসলাম বলেন, তিনি নাজির সাহিনুর রহমানের কাছে ডিসিআর নেয়ার জন্য টাকা দিয়েও তাকে ডিসিআর কেটে না দিয়ে প্রায় ৬মাস ধরে হয়রানি করছেন নাজির সাহিনুর রহমান। এমনকি তাকে আবারো ডিসিআর দেয়ার নামে টাকস দাবি করেছেন নাজির সাহিনুর বলে তিনি জানান।
এবিষয়ে নাজির সাহিনুর রহমান সব অভিযোগ অস্বীকার করে বলেন, আপনারা যা খুশি লিখেন তাতে আমার কিছুই যায় আসেনা বলে দম্ভোক্তি প্রকাশ করেন তিনি। এবিষয়ে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সুশান্ত কুমার মাহাতো বলেন, নাজির সাহিনুরের বিরুদ্ধে এর আগেও অনেক অভিযোগ পেয়েছি। এবার তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।তানোর থেকে সাংবাদিক সারোয়ার হোসেনসরজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছেন বলে জানা গেছে।