পাকিস্তানে গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক পঙ্গপালের আক্রমণ ঘটেছে। এতে ব্যাপক ফসল-হানীর শিকার হয়েছেন যেসব দরিদ্র কৃষক তাদের জন্য সরকার এক প্রকল্প অনুমোদন করেছে যেখানে পঙ্গপাল ধরে কৃষকরা সরকারের কাছে বিক্রি করতে পারবেন। আর সেই ব্যাগ বোঝাই পতঙ্গ ব্যবহার করা হবে মুরগীর খাবার হিসেবে।
সূত্র: BBC News, বাংলা