সব
facebook apsnews24.com
টানা ১২ দিনের বৃষ্টিতে পানিবন্দি কলাপাড়া উপজেলা - APSNews24.Com

টানা ১২ দিনের বৃষ্টিতে পানিবন্দি কলাপাড়া উপজেলা

টানা ১২ দিনের বৃষ্টিতে পানিবন্দি কলাপাড়া উপজেলা

কলাপাড়া প্রতিনিধি, পটুয়াখালী

কলাপাড়ায় টানা ১২ দিন ধরে ভারী ও অতি ভারী বৃষ্টির কারনে গোটা উপজেলা পানি বন্দি হয়ে পড়েছে। এতে সব্জি খেত, মাছের ঘের, পুকুর তলিয়ে রয়েছে পানিতে। গবাদী প্রানী খাদ্য সহ নানা সংকটে পরেছে উপক‚লীয় মানুষ। উপজেলার বন্যানিয়ন্ত্রণ বাধেঁ বাপাউবো কর্তৃক পানি ওঠানামা সুইজগেট গুলো কতিপয় প্রভাব শালীর দখলে থাকায় পানি নামানোর চেয়ে বেশি উৎসাহী জোয়ারের পানি ওঠাতে। এর কারণ জাল পেতে মাছ ধরা। সুইজগেট গুলোয় নিয়ন্ত্রণ না থাকায় পানি বন্ধির অন্যতম কারণ।

অবিরাম বৃষ্টির কারণে নীলগঞ্জ, মিঠাগঞ্জ, বালিয়াতলী, লালুয়া, ধুলাসার, টিয়াখালী, চম্পাপুর, চাকামইয়া, ডালবুগঞ্জ সহ গোটা উপজেলার সব্জি চাষিরা তাদের উৎপাদিত সব্জি ক্ষেত পানিতে তলিয়ে পচে যায়। মাছের ঘের,অধিকাংশ পুকুর পাড় তলিয়ে গিয়ে মাছ ভেসেগেছে। কোথাও কোথাও এই পানি নামতে আরও দুই চার দিন সময় লাগতে পারে এমনটাই জানান কৃষকেরা। ইতি মধ্যে চরম গো-খাদ্যের অভাব দেখা দিয়েছে। সুইজ খালগুলোর বিভিন্ন অংশে ইচ্ছা মাফিক পানির গতি রোধ করে জাল পাতার কারণে পানি ওঠা নামায় চরম ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।

চলতি আমণ ফসলের চাষা-বাদ এই আষারেই শুরু হয়ে যাবে।এই মুহুর্তেই সুইজগেট গুলোর নিয়ন্ত্রণ কৃষকের হাতে না আসলে শুরুতেই বিজতলা পানি বন্দি হওয়ার আশংঙ্কা রয়েছে। এবং আসন্ন অতি বৃষ্টির সময় পানি বন্দি হয়ে আমণ ফসল আশানুরুপ ফলন নাও হতে পারে এমন আশংঙ্কা কৃষকের মাঝে। নীলগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের সব্জি চাষি ফারুক জানান, আমার দুই বিঘা জমিতে আগাম সব্জি চাষ করি হঠাৎ বৃষ্টির পানিতে তলিয়ে যায় । সময় মত সুইজগেটে পানি না নামানোর কারণে আমার সব্জি ক্ষেত নস্ট হয়ে যায়, এর কারনে মারাত্বক আর্থিক ক্ষতির স্বিকার হই।

মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন হিরণ জানান, আমার ইউনিয়নের বিভিন্ন এলাকা পানি বন্ধি হয়ে পরে,সুইজগেট দিয়ে পানি নামতে বিলম্ব হচ্ছে অনেক মাছের ঘের তলিয়ে গেছে অনেক সব্জি চাষির ক্ষেত পানিতে তলিয়ে যায়। নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড্ নাসির উদ্দিন মাহমুদ জানান,এরকমের বৃষ্টি গত ১০ বছরেও হয়নি সুইজখাল গুলোর বিভিন্ন অংশে খাস জমি বন্ধোবস্ত দেয়ায় সেই সব খালে বাড়ি ঘড় ওঠায় পানি ওঠা নামায় ব্যাঘাত হচ্ছে। সব্জি চাষিরা ক্ষতির স্বিকার হচ্ছেন অনেক মাছের ঘের তলিয়ে গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মন্নান জানান,সব্জি চাষিদের ক্ষতি হয়েছে আগাম বৃষ্টি হওয়ায় আউশ ফলনে ভাল হয়েছে। পানি বন্দি এলাকা গুলো বাধঁ কেটে দেয়া হচ্ছে এ অভিযান চলমান রয়েছে।

এপিএস/২১জুন/কলাপাড়া/পটুয়াখালী

আপনার মতামত লিখুন :

ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের পাঁচবার নির্বাচিত এমপি আব্দুল হাই আর নেই

ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের পাঁচবার নির্বাচিত এমপি আব্দুল হাই আর নেই

দেশে পর্যাপ্ত সংখ্যক বিচারক নেই, প্রধান বিচারপতি

দেশে পর্যাপ্ত সংখ্যক বিচারক নেই, প্রধান বিচারপতি

কাওলা শিয়ালডাঙ্গায় পশুর হাটে হাইকোর্টের স্থগিতাদেশ।

কাওলা শিয়ালডাঙ্গায় পশুর হাটে হাইকোর্টের স্থগিতাদেশ।

কুষ্টিয়ায় কুপিয়ে হত্যার দায়ে তিন জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

কুষ্টিয়ায় কুপিয়ে হত্যার দায়ে তিন জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

ফুলবাড়ীতে এসএসসি ১৯৭৯ ব্যাচের বন্ধু মিলন-মেলা অনুষ্ঠিত

ফুলবাড়ীতে এসএসসি ১৯৭৯ ব্যাচের বন্ধু মিলন-মেলা অনুষ্ঠিত

সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার পাচ্ছেন শিশুসাহিত্যিক স.ম. শামসুল আলম

সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার পাচ্ছেন শিশুসাহিত্যিক স.ম. শামসুল আলম

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj