সব
facebook apsnews24.com
কারাখানা বন্ধ: মালেশিয়ায় অবৈধ হচ্ছে লক্ষ শ্রমিক। - APSNews24.Com

কারাখানা বন্ধ: মালেশিয়ায় অবৈধ হচ্ছে লক্ষ শ্রমিক।

কারাখানা বন্ধ: মালেশিয়ায় অবৈধ হচ্ছে লক্ষ শ্রমিক।

করোনাভাইরাস মহামারীর মধ্যেও মালয়েশিয়ায় চলছে অবৈধ অভিবাসী শ্রমিক ধরপাকড়। টানা তিন মাসেরও বেশি সময় ধরে দেশটিতে চলা লকডাউনের মধ্যে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অনেক শ্রমিকের ভিসা ও পাসপোর্টের মেয়াদ ফুরিয়ে গেছে। এতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে থাকা বাংলাদেশি শ্রমিকদের ৪০ শতাংশ নতুন করে ‘অবৈধ’ হয়ে পড়েছে। একদিকে খাদ্যসংকট, অন্যদিকে পুলিশের ধরপাকড় এ দুই মিলিয়ে চরম সংকটের মুখে পড়েছেন তারা। গতকাল শনিবার মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি একাধিক শ্রমিকের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায় ১২ লাখ বাংলাদেশি কর্মী রয়েছেন। তাদের অর্ধেকই বৈধ কাগজপত্র ছাড়া সেখানে রয়েছেন বলে বিভিন্ন সময়ে দেশটির সরকারের প্রতিবেদনে বলা হয়েছে। বাংলাদেশি শ্রমিকরা জানান, করোনা সংক্রমণের কারণে গত ফেব্রুয়ারিতে মালয়েশিয়ার প্রায় ৮০ শতাংশ কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়। মে মাসে করোনার প্রকোপ কিছুটা কমতে শুরু করলে লকডাউন শিথিল করে দেশটির সরকার। এ সময় অধিকাংশ কারখানা সীমিত পরিসরে কার্যক্রম শুরু করে। তবে ভিসা জটিলতা ও ‘করোনাভাইরাসের সংক্রমণ নেই’ এমন ছাড়পত্র না থাকায় কাজে যোগ দিতে পারেননি বেশির ভাগ শ্রমিক। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি। আটকের ভয়ে উপসর্গ থাকলেও করোনা পরীক্ষাও করাচ্ছেন না অনেকেই।

তারা আরও বলেন, এরই মধ্যে উদযাপিত হয় পবিত্র ঈদুল ফিতর। কিন্তু অধিকাংশ শ্রমিকই বেতন-বোনাস পাননি। আগে থেকেই অবৈধ শ্রমিকদের অবস্থা আরও করুণ। তারা পুলিশের হাতে গ্রেপ্তারের ভয়ে নির্দিষ্ট এলাকার বাইরে বের হতে পারেন না। এত দিন দেশে পরিবারের কাছ থেকে টাকা এনে খাবারের সংস্থান করেছেন তারা। তবে পরিস্থিতি দীর্ঘায়িত হওয়ায় দেশেও তাদের পরিবারের অবস্থা এরই মধ্যে শোচনীয় আকার ধারণ করেছে। ফলে অনেকেই অনাহারে-অর্ধাহারে দিন কাটাতে বাধ্য হচ্ছেন।

এদিকে গত ২৮ মে অবৈধ অভিবাসীদের নিয়োগ না দেওয়ার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার এমপ্লয়ার্স ফেডারেশনের (এমইএফ) নির্বাহী পরিচালক দাতুক শামসুদ্দিন বরদন। একই সঙ্গে কভিড-১৯-এর বিস্তার রোধে অবৈধদের আত্মসমর্পণ করার আহ্বান জানান তিনি। মালয়েশিয়ার সরকারি বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে শামসুদ্দিন বরদন অবৈধ শ্রমিকদের মালয়েশিয়ায় আটকে বিচারের পরিবর্তে নিজ নিজ দেশে ফেরত পাঠাতেও সরকারের প্রতি আহ্বান জানান।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের অদূরে তামান মানরি এলাকায় কর্মরত বাংলাদেশি শ্রমিক রানা আহমেদ গতকাল টেলিফোনে গণমাধ্যমকে জানান, এক বছর আগে তার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। সম্প্রতি তার পাসপোর্টের মেয়াদও ফুরিয়েছে। ভিসা ইস্যু করতে ৪ হাজার ৫০০ রিঙ্গিত বা প্রায় ১ লাখ টাকা প্রয়োজন। আর পাসপোর্টের জন্য লাগবে আরও ৪০ হাজার টাকা। কিন্তু করোনাসংকটে দৈনিক খাবার জোগাতেই হিমশিম খাচ্ছেন তিনি। তার সঙ্গে থাকা ১২৭ জন শ্রমিকেরও একই অবস্থা বলে জানান তিনি।

রানা গণমাধ্যমকে বলেন, ‘বাড়িতে ঋণ কইর‌্যা মালয়েশিয়া আইছি। অবৈধ হওয়ার কারণে করোনা আসার তিন মাস আগে থেইক্যা চাকরি নাই। করোনা আইলে সবার কাম বন্ধ। ঋণ কইর‌্যা প্যাট চালাইতাছি। দ্যাশে গেলেও মরুম, এখানে থাকলেও মরুম! যামু কোথায়?’

সোলায়মান খান নামে একজন বলেন, ‘চুল-দাড়ি কাটার পয়সাও পকেটে নাই। এক বেলা খাইলে আরেক বেলা কী খাব, তার গ্যারান্টি নাই। কেউ আমাদের দিকে তাকাইতেছে না। পুলিশের ভয়ে কোম্পানি থেইক্যা বাইর হবারও পারি না।’

শহিদুল ইসলাম নামে একজন জানান, প্রতিদিন সকালে স্থানীয় বাজারে অসংখ্য বাংলাদেশি শ্রমিক জড়ো হন। তাদের অনেকে সেখানে ভিক্ষে করেন। খাবারের জন্য কান্নাকাটি করেন শ্রমিকরা। এরই মধ্যে প্রতিদিনের অভিযানে শত শত অভিবাসী শ্রমিক মালয়েশিয়া পুলিশের হাতে ধরা পড়ছেন। ভিসা-পাসপোর্টের মেয়াদ শেষ হতে যাওয়া শ্রমিকরাও আতঙ্ক রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘করোনার কারণে দূতাবাস বলতাছে, নতুন পাসপোর্ট দিতে দুই-তিন মাস লাগবে। তখন জরিমানা দিতে হবে ৪ হাজার টাকা। এমনিতেই মানুষ খেতে পারছে না, সেখানে ভিসা-পাসপোর্টের এত খরচ দেবে কোথা থেকে?’

মালয়েশিয়াপ্রবাসী সাংবাদিক শামসুজ্জামান নাঈম বলেন, সৌদি আরবের মতো মালয়েশিয়া হয়তো অভিবাসী শ্রমিক ফেরত পাঠাবে না। কারণ তাদের দেশে বিশাল চীনা বিনিয়োগ রয়েছে। নতুন নতুন ফ্যাক্টরিও হয়েছে। কিন্তু করোনা-পরবর্তী দেশটিতে অবৈধ বাংলাদেশি শ্রমিকের সংখ্যা অনেক বাড়বে। অসংখ্য শ্রমিক খাওয়ার টাকা পাচ্ছেন না। দূতাবাস কিছু সহযোগিতা দিয়েছে, তবে সেটা যথেষ্ট নয়। তারপর ধরপাকড়ে শ্রমিকদের অবস্থা আরও শোচনীয় হয়ে পড়েছে।

করোনা পরিস্থিতিতে পাসপোর্ট ও ভিসা পুনঃ ইস্যু না করা প্রসঙ্গে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন দেশ রূপান্তরকে বলেন, ‘এটা না করার কোনো সুযোগ নাই।’ তিনি ভুক্তভোগীদের মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া সচিবের মোবাইল নম্বরে সরাসরি যোগাযোগ করারও পরামর্শ দেন।

আপনার মতামত লিখুন :

ইরান-ইসরায়েল সংকট আরও ঘনীভূত হচ্ছে কি

ইরান-ইসরায়েল সংকট আরও ঘনীভূত হচ্ছে কি

দুবাই বিমানবন্দরে জলাবদ্ধতা, সীমাহীন ভোগান্তি ও যাত্রীদের শোচনীয় অবস্থা

দুবাই বিমানবন্দরে জলাবদ্ধতা, সীমাহীন ভোগান্তি ও যাত্রীদের শোচনীয় অবস্থা

রাশিয়ার মস্কো হামলার ঘটনা যে পরিমাণ অর্থের বিনিময়ে ঘটেছে

রাশিয়ার মস্কো হামলার ঘটনা যে পরিমাণ অর্থের বিনিময়ে ঘটেছে

ইসরায়েলের এক কমান্ডার বললেন গাজা যুদ্ধে হেরেছে ইসরায়েল

ইসরায়েলের এক কমান্ডার বললেন গাজা যুদ্ধে হেরেছে ইসরায়েল

ত্রাণের অপেক্ষায় থাকা ২০ ফিলিস্তিনি ইসরায়েলী হামলায় নিহত

ত্রাণের অপেক্ষায় থাকা ২০ ফিলিস্তিনি ইসরায়েলী হামলায় নিহত

মার্কিন পররাষ্ট্র দপ্তর ড. ইউনুস ইস্যুতে যা বললো

মার্কিন পররাষ্ট্র দপ্তর ড. ইউনুস ইস্যুতে যা বললো

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj