রাকিবুল ইসলাম তনু পটুয়াখালী সদর প্রতিনিধি
পটুয়াখালীর মির্জাগঞ্জের কাকড়াবুনিয়া ইউনিয়নের কিসমতপুর গ্রামের আকন বাড়িতে করোনা উপসর্গ নিয়ে স্বামী মোঃ মজিবর আকন মারা যাওয়ার পরে (৪০) বছর বয়সী স্ত্রী’ও করোনায় আক্রান্ত হয়েছেন। কোন উপসর্গ ছাড়াই করোনা রোগী শনাক্ত হওয়ায় ১টি বাড়ি লকডাউন করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. সরোয়ার হোসেন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম বাড়িতে গিয়ে বাড়িটি লকডাউন করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজা জানান, করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ উপসর্গ নিয়ে মির্জাগঞ্জ উপজেলার কিসমতপুর গ্রামে গত ৪ জুন বহস্পতিবার রাত নয়টার দিকে মোঃ মজিবর রহমান আকন (৪৬) নামে এক ড্রাইভারের মৃত্যু হয়। স্বাস্থ্য বিধি মেনে পরদিন শুক্রবার সকাল পৌনে বারেটায় কাকড়াবুনিয়া ইউনিয়নের কিছমতপুর গ্রামে তাঁর নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মারা যাওয়া ব্যক্তির নমুনাসহ একই পরিবারের ৪জনের নমুনা সংগ্রহ করার পরে তাদেরকে কোয়ারেন্টিনে রাখা হয়। ১১ জুন শুক্রবার রাতে মারা যাওয়া মজিবর আকনসহ তাঁর স্ত্রীর করোনা পজেটিভ রিপোর্ট আসে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. সরোয়ার হোসেন বলেন, মির্জাগঞ্জে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির স্ত্রীর করোনা পজেটিভ হওয়াতে বাড়িটি লকডাউন করা হয়েছে। তবে তাঁর কোন উপসর্গ নেই। এই মহামারী আকারে ধারণ করতে না পারে সে লক্ষে সকলকে সচেতন থাকতে হবে। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, মির্জাগঞ্জে এ পর্যন্ত ২৭৪ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য বরিশাল প্রেরন করা হয়। তার মধ্যে ২৫৪টি নেগেটিভে ও ৪টি পজেটিভ এসেছে। এর মধ্যে ১জন সুস্থ ও একজন মারা গেছেন।