কুস্টিয়া প্রতিনিধি
করোনা ভাইরাসের মত মারাত্মক সংক্রামক রোগ প্রতিরোধে শতভাগ মাস্ক ব্যবহারের কোনো বিকল্প নেই। একজন আক্রান্ত ব্যক্তি তার নিজের অজান্তেই শুধুমাত্র মাস্ক ব্যবহার না করার ফলে আশে পাশের সকল মানুষকে প্রতিনিয়ত আক্রান্ত করে যাচ্ছে৷ এতে করে সমাজের প্রতিটি মানুষই এখন মারাত্মক স্বাস্থ্যঝুকিতে পড়েছে। বর্তমান পরিস্থিতির বিবেচনায় মাস্ক ব্যবহার না করা একটি মারাত্মক অপরাধ ও গোটা মানব সমাজের জন্য হুমকিস্বরূপ। স্বাস্থ্য অধিদপ্তর সহ সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে মাস্ক পরিধানের গুরুত্ব ও শাস্তি আরোপের বিষয়টি বিভিন্ন আদেশ, পরিপত্র ও সাংবাদিক সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমে তুলে ধরা হয়েছে। একই সাথে জেলা প্রশাসন, কুষ্টিয়া মাইকিং, লিফলেট বিতরণ, পোস্টার টাঙানো ও আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে কুষ্টিয়া জেলার সকল মানুষকে শতভাগ মাস্ক ব্যবহারের জন্য সর্বদা উদ্বুদ্ধ করে যাচ্ছে।
আজ ১২/০৬/২০২০ খ্রিঃ তারিখে মাস্ক ব্যবহার না করার দায়ে কুষ্টিয়া জেলা শহর ও বিভিন্ন হাট-বাজারে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন, ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালিত হয়। জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সবুজ হাসান ও জনাব মোছাঃ খাদিজা খাতুন এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে ত্রিশজনকে বিভিন্ন পরিমানে অর্থদন্ডের শাস্তি প্রদান করা হয়। শাস্তি আরোপের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির প্রয়াসে শাস্তিপ্রাপ্ত সকলকে জেলা প্রশাসনের পক্ষ থেকে কাপড়ের তৈরি মাস্ক উপহার দেওয়া হয়।
শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিতকরণের জন্য জনসচেতনতার সৃষ্টির পাশাপাশি জেলা প্রশাসন আইনের যথাযথ প্রয়োগের দিকটি বিবেচনা করে যাচ্ছে। সুতরাং হাট-বাজার, গণপরিবহন সহ যে কোনো পাবলিক প্লেসে মাস্কবিহীন যে কাউকে পাওয়া গেলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করা হচ্ছে৷
আসুন সবাই মাস্ক ব্যবহার করি আমাদের চারপাশ নিরাপদ রাখি।
এপিএস/১২জুন/পিটিআই/রুবেল