তালহা জাহিদ, বরিশাল প্রতিনিধি
পূর্বশত্রুতার জের ধরে নলছিটির মানপাশা বাজারের পল্লী চিকিৎসক জিয়াকে (৩২) এলোপাতারি কোপিয়ে হত্যার চেষ্টা করা হয়। তিনি বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এ ব্যাপারে নলছিটি থানায় তদন্ত সাপেক্ষে একটি মামলা হয়েছে । যার মামলা নং-০১/৯৯ তারিখ ৮/৫/২০২০। এব্যপারে তদন্ত অফিসার নলছিটি থানার এস আই নাঈমুর রহমান জানান, ঘটনার সত্যতা পেয়েছি, আসামী ধরার চেষ্টা চলছে ।
জানা গেছে, ঝালোকাঠি জেলার নলছিটি থানার গত ৭ জুন রবিবার বেলা আনুমানিক দুপুর ১:৩০ মিনিটে ৬নং কুশঙ্গল ইউনিয়নের ফয়রা গ্রামে হাওলাদার বাড়ীর সামনে পুকুরের উত্তর পাড়ে স্থানীয় মোঃ জিয়াউর রহমান হাওলাদার(৩২) পিং: মৃত. মফিজুর রহমান’কে খুনের পরিকল্পনা নিয়ে অবৈধ্য ভাবে দেশীয় অস্ত্র-সস্ত্রসহ দা ও লাঠি সোঠা নিয়ে এলোপাতারি হামলা চালায় স্থানীয় ১. মোঃ নাসির(৩৫), পিং: মৃত এরফান হাওলাদার, ২.শিরিনা আক্তার(৩০),স্বামী: মোঃ হুমায়ুন কবির, ৩.মোসাঃ পারভিন(৪০), পিং:মৃত. এরফার হাওলাদার, ৪.মোঃ হুমায়ুন কবির(৩৫), পিং: অঞ্জাত । দেশীয় রাম দা’ য়ের এলোপাথারি কোপে ব্যাপক রক্তক্ষরনে গুরুত্বর আহত অবস্থায় স্বজনরা প্রথমে তাকে নলছিটি উপজেলা হাসপাতালে নেয়া হলে, কর্মরত ডাক্তার প্রাথমিক ভাবে চিকিৎসা দিয়ে রোগির অবস্থার অবনতি দেখলে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
জানা যায়, ভিকটিম জিয়াউর রহমান হাওলাদার এর সাথে পূর্বে জমি জমা নিয়ে বিরোধ ছিল, যা স্থানীয় পর্যায়ে এবং কোর্টের মাধ্যমে বহু পুর্বেই নিস্পত্তি হয়ে যায়। এব্যপারে গত ৮ জুন নলছিটি থানায় ভিকটিম জিয়াউর রহমান এর ভাগ্নে মোঃ আমান উল্লাহ(২২), পিং: এস এম ওসমান গনি বাদী হয়ে নলছিটি থানায় এজাহার দায়ের করেন।, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।
এপিএস/১০জুন/পিটিআপ/বরিশাল