সব
facebook apsnews24.com
সবুজ এবার আত্মহত্যা করবে। - APSNews24.Com

সবুজ এবার আত্মহত্যা করবে।

সবুজ এবার আত্মহত্যা করবে।

সবুজ প্রেম করতে চায় যার সাথে, সে অন্যের সাথে হাটে

বলতে চাইলে কথা

এমন মেয়ে ভাব দেখায় ঠিক থাকে না মাথা।

মেয়ের পিছে ঘুরাঘুরি, যৈবনের বাড়াবাড়ি

ভালো লাগে না আর

সবুজ তাই আত্মহত্যা করবে কি আসে কার।

পরিশ্রমও সয় না না করলেও হয় না

নানা রকম রোগ

নানা সময়ে এসে দেহে, আনন্দ করে ভোগ

আমার আনন্দ কুড়ে খায়, বেরি দিয়ে রাখে পায়

নাড়া চাড়া না হয়

সবুজ তাই বিষ পানে জীবনের করবে ক্ষয়।

                        ……..

টাকা পয়সার চিন্তা আসলে নিজে বড় বোকা

নারী সাজতে হয় তান্ডব নাচতে হয় ভাবনা হয় বোবা

হাতে তো টাকা নাই, দেহ মন করে খাই খাই

লজ্জায় কাটিনা ঘাস

রাতের বেলা অকাম করে সাধু বনে বাস

তবুও নানা জোরাজুরি, নানা জনের নাড়ানড়ি

বের করে কাশ

সবুজ তাই মারা যাবে , গলায় দিয়ে ফাস।

                        ……

জীবনে তো কিছু নাই , এই বুঝি পাই পাই

অযত্নে লাউ

সারা পরিবেশে অগুণ জ্বালিয়ে জলে দাউ দাউ

দাউ দাউয়ের দহনে জলে জীবন শেষ সবুজ তাই ন্যাড়া হবে

মাথায় রাখবে না কেশ

কেশ না থাকার আর এক ঝামেলা

নানা জনে করে মামলা

বেহুদা তোর কেস

সবুজ তাই কবরেই যাবে, সেখানেই রবে বেশ।

 …………

সংসার করলে আর এক কাহীনি

বউকে বারবার দেও আনি

একটু পেলে ফাক

এমন করে ডেকে উঠে, উড়ে যায় কাক

সারাদিন থাকে প্যানপ্যানানি, আমি যেন কৃষাণি

কথার নানা ঝাক

মনে নানা ঝড় তুলে মরণের দেয় ডাক।

হাকে ডাকে ছেকে ছেকে বলি সত্য কথা

আমি তাই মরেই যাবো, সহ্য হয়না ব্যাথা।

…………….

যোগ্যতার সে তো আরেক কাহিনী, মন করে টানাটানি

না থাকলে মামা

যত উৎসাহেই পড়ি,ছোট হয় জামা

জমা জিনিস তাই পচে যায়

আর থাকলো কি?

প্রতিদিনের ছি ছি তে কাঙ্কিত মরণটি

সবুজ তাই মরেই যাবে বেচে থাকবে না

তার দিকে যে কোন মানব আদরে তাকায় না।

……………

প্রতিভার কোন মূল্য নাই, যতই করো শ্রম

সকলেই এস ভুল ধরে, হারিয়ে দেয় ক্রম

কারকিতের কাহীনিতে মনের শক্তি শেষ

কোন দেশে আর বাস করবো,মানবতায় ঠেস

গাণ হারিয়ে সুর হারিয়ে সবুজ দিবে ফার

নিশ্চিতে সে ঘুমিয়ে রবে, মটকাবে না কেউ ঘঅড়

……………

বাপের সংসারে খাই বলে বাপ দেয় গালি

বোকা এই চেংড়াটাকে কি জন্যে পালি

খায় আর ঘুরে চলে নেই চিন্তা তার

শালার বেটা তুই বের হয়ে যা

পালতে পারবো না তোকে আর।

এসব কথা কি সহ্যের মত গা জ্বলবে না কেন

সবুজ তাই চাপের চোটে নষ্ট করে প্যান্ট

লজ্জা শরমের তাই গরমে পড়ে

নিজের পেটে ছুরি মেরে

সবুজ কাহীনি করবে শেষ,সমাধান কেস।

……………

কাজ করলে আর এক ঝামেলা

কেউ ভালো দাম দেয় না

খোচা দেবার পাইলে লেশ

সুন্দরভাবে আঘাত করে শরীরের তেজ

তেজহীন জীবনে থেকে আর কি লাভ

সবুজ তাই আত্মহত্যা করবে পায়খানায় দিয়ে ঝাপ।

……………

নূরুন্নবী সবুজ।
mdnurunnobiislam379@gmail.com

আপনার মতামত লিখুন :

ভারতের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস এর শেষ নিঃশ্বাস ত্যাগ

ভারতের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস এর শেষ নিঃশ্বাস ত্যাগ

কবিতা ‘তেলবাজি’

কবিতা ‘তেলবাজি’

কবিতা ‘যুদ্ধ মানে’

কবিতা ‘যুদ্ধ মানে’

রক্তে কেনা মাতৃভাষা

রক্তে কেনা মাতৃভাষা

কবিতা ‘হতে হলে’

কবিতা ‘হতে হলে’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj