২৬২ জন খ্রিস্টানের জীবন রক্ষা করায় নাইজেরিয়ার এক মুসলিমকে পুরস্কৃত করছে যুক্তরাষ্ট্র সরকার। ইমাম আবু বকর আবদুল্লাহকে (৮৩) ইন্টারন্যাশনাল ফ্রিডম অ্যাওয়ার্ড ২০১৯-এর জন্য মনোনীত করেছে যুক্তরাষ্ট্র সরকারের স্টেট ডিপার্টমেন্ট। তিনি নাইজেরিয়ার একটি ধর্মীয় সংঘাতের সময় ২৬২ জন খ্রিস্টানকে নিজের ঘর ও মসজিদে আশ্রয় দেন। ২৩ জুন ২০১৮ তারিখে সংঘটিত এই সংঘাতে ১০টি গ্রাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নিহত হয় ৮০ জন।
গত বুধবার ওয়াশিংটনে মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম অ্যাম্বাসাডর সাম ব্রোনব্যাক।
ব্রোনব্যাক বলেন, ইমাম আবু বকর আবদুল্লাহ হামলা শুরু হলে ২৬২ জন প্রতিবেশী খ্রিস্টানকে নিজের ঘর ও মসজিদে আশ্রয় দেন এবং দরজার বাইরে নিজে দাঁড়িয়ে থাকেন। তিনি মূলত জীবনের ঝুঁকি নিয়েই তাদের জীবন রক্ষা করেন। তাঁর ভূমিকা সৎসাহস, আত্মোৎসর্গ ও সত্যিকার সৌহার্দ্যের পরিচায়ক।
প্রতিবছর বিশ্বের বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্বের ধর্মীয় খাতে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। যুক্তরাষ্ট্র সরকারের স্টেট ডিপার্টমেন্ট এই পুরস্কার প্রদান করে থাকে। অবশ্য এ বছর ইমাম আবু বকর আবদুল্লাহর সঙ্গে সুদান, ইরাক, ব্রাজিল ও সাইপ্রাসের আরো চারজন এই পুরস্কার লাভ করছেন।
সূত্র : সিএনএন
এপিএস/৮জুন/পিটিআই/এনএস