ময়মনসিংহে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে ড. দেবাশীষ দাস (৫২) নামেv এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ময়মনসিংহের মুখ্য বিচারিক হাকিম আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উমা রানী দাসের স্বামী।
আজ রোববার সকাল ৭টার দিকে জেলার এস কে হাসপাতালে মারা যান দেবাশীষ। তার বাড়ি ঢাকার সাভার উপজেলার শিমুলিয়ায়। ঢাকার ফকিরা গ্রুপের গার্মেন্টসে এইচআর বিভাগের প্রধান ছিলেন তিনি। বিকেলে বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্তরঞ্জন দেবনাথ বলেন, ‘তার নমুনা সংগ্রহ করে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। সেখানে করোনার নমুনা পরীক্ষায় দেবাশীষ দাসের পজিটিভ রিপোর্ট আসে।’
জেলা সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম জানান, শ্বাসকষ্ট নিয়ে শনিবার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতে তাকে এস কে হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে ভেন্টিলেশনে রাখা হয়। সেখানেই রোববার সকাল ৭টার দিকে মারা যান তিনি।
ময়মনসিংহ সিটি করপোরেশনের সহযোগিতায় ‘বিডিক্লিন’ ময়মনসিংহের স্বেচ্ছাসেবক কর্মীরা বিকেলে নগরীর বলাশপুরে দেবাশীষ দাসের মরদেহের শেষকৃত্য অনুষ্ঠিত হয়।