এপিএস ফরেন ডেস্ক
কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড মার্কিন পুলিশের হাতে নির্মমভাবে খুন হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের সামনে হাঁটু গেড়ে বসে কেঁদেছেন মার্কিন পুলিশের সদস্যরা।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা পুলিশের ৬০ জন সদস্য হাঁটু গেড়ে বসে বিক্ষোভকারীদের সমর্থন দিয়ে বার্তা দিয়েছেন- একজন অপরাধ করলেও অনুতপ্ত সবাই। হাঁটু গেড়ে বসে থাকা অবস্থায় মার্কিন পুলিশের কয়েকজন সদস্য কান্নায় ভেঙে পড়েন।
প্রসঙ্গত, গত ২৫ মে আফ্রিকান-আমেরিকান যুবক জর্জ ফ্লয়েডকে শ্বেতাঙ্গ পুলিশ হাতকড়া পরিয়ে মাটিতে ফেলে গলায় হাঁটু দিয়ে চেপে রেখে শ্বাসরোধে হত্যা করে। সেই ঘটনার বিচার দাবিতে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ চলছে।
বিক্ষোভ নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনে সেনাবাহিনী লেলিয়ে দিতে চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন জায়গায় জনতা-পুলিশ সংঘর্ষ বেঁধেছে।
তবে ক্যারোলিনা পুলিশ এক টুইট বার্তায় জানায়, কারো ব্যথা অনুভবের প্রদর্শনী হিসেবে এবং মার্কিনিদের সমতা ও ন্যায় বিচার দাবির প্রতি সমর্থন জানাতে পুলিশ সদস্যরা এভাবে নতজানু হয়েছেন।
সূত্র : ডেইলি মেইল