মেহেরপুর প্রতিনিধি
মোঃ মিজানুর রহমান, মেহেরপুর: আজ রবিবার দুপুরে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১ ১ টায় সমিতির মিলনায়তনে সমিতির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহাম্মদ বিজনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।সভার শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত পরিবেশন করেন এপিএস নিউজের মেহেরপুর প্রতিনিধি অ্যাডভোকেট মিজানুর রহমান। এ সভায় স্বাগত বক্তব্য পেশ করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহাম্মদ বিজন । উক্ত সভায় আরও বক্তব্য রাখেন সাবেক সভাপতি অ্যাডভোকেট মখলেছুর রহমান, সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান ,সাবেক সাধারন সম্পাদক আসাদুল আযম খোকন, অ্যাডভোকেট রফিকুল ইসলাম,অ্যাডভোকেট আফরোজা বেগম ফাতেমা, অ্যাডভোকেট জিল্লুর রহমান,সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এ এস এম সাইদুর রাজ্জাক,অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন (রাসেল),অ্যাডভোকেট শাহরিয়ার মাহমুদ শাওন,অ্যাডভোকেট নুরজামাল হোসেন,অ্যাডভোকেট নাগিব মাহফুজ জুয়েল ও অ্যাডভোকেট মাহফুজুর রহমান সুইট ।সভায় বক্তারা মহামারী করোনা পরিস্থিতিতে আদালতে ভার্চুয়াল শুনানি ও বার কাউন্সিলের পক্ষ থেকে প্রাপ্ত আর্থিক অনুদান প্রসঙ্গে তাদের বক্তব্য পেশ করেন। এ সময় সমিতির সদস্যের অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সমিতির সাধারণ সম্পাদক আবু সালেহ মোহাম্মদ নাসিম।
এপিএস/৩১মে/পিটিআই