মেহেরপুর প্রতিনিধিঃ
মিজানুর রহমান, মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর জেলায় করোনা উপসর্গ নিয়ে পলাশ আলী (৬০) নামের একজন ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ১২ ঘটিকার সময় মেহেরপুর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।পলাশ আলী গাংনী থানার সাহারবাটি গ্রামের শাকের মন্ডলের পুত্র।
মেহেরপুরের সিভিল সার্জন ডাক্তার মোঃ নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এপিএস নিউজকে জানান পলাশ আলী ঠান্ডা, সর্দি কাশি ও জ্বর নিয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়। এরপর তাকে আইসোলেশন ওয়ার্ডে নেওয়ার পর পরই তিনি মৃত্যুবরন করেন। তবে তার নমুনা সংগ্রহ করা হয়েছে ,রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে। মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রফিকুল ইসলাম জানান, করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হওয়ার কারনে পলাশ আলীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান সাংবাদিকদের জানান, করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির লাশ দাফনের জন্য ইসলামিক ফাউন্ডেশনের একটি টিম ,সহকারী কমিশনার(ভূমি) ইয়ানুর রহমান ও গাংনী থানার পুলিশ পাঠানো হয়েছে। পলাশ আলীর পরিবার সূত্রে জানা যায় , পলাশ আলী বেশ কিছুদিন ধরে অ্যাজমা ও হার্টের সমস্যায় ভুগছিলেন। অসুস্থ্য অবস্থায় তিনি গাংনী স্বাস্থ কমপ্লেক্সে ইতোপূর্বে চিকিৎসাও নিয়েছেন, আজ তিনি মৃত্যুবরন করেন।
এপিএস/২৩মে/পিটিআই/মিজান