মোঃ আলাউদ্দীন মজুমদার শাহীন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে দুর্যোগ প্রস্তুতি দিবসের মহড়ায় বিভিন্ন প্রদশনী উপস্থাপন করেন উপজেলা ফায়ার সার্ভিস ডিফেন্স। আগুন লাগলে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, অসুস্থ রোগিকে হাসপাতালে নিয়ে কিভাবে সেবা প্রদান করা যায় সে বিষয়ে প্রদশনি উপস্থাপন করা হয়। পরে বিদ্যালয়ে মাঠে উপজেলা নিবার্হী অফিসারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর আহমেদ লস্কর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, সাংবাদিক জাহিদুল ইসলাম জাহিদ, রীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম প্রমূখ। পরে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও সুধিজন উপস্থিত থেকে দুর্যোগ প্রস্তুতি দিবসের মহড়ায় দেখেন।