তালেবানের ক্ষমতা দখলের আগে আমেরিকা এবং ন্যাটো বাহিনীকে বিভিন্নভাবে সহায়তা করেন আফগানিস্তানের বেশকিছু স্থানীয় নাগরিক। এবার বাড়ি বাড়ি গিয়ে সেসব মানুষদের খুঁজছে তালেবান সদস্যরা। জাতিসংঘের একটি পর্যালোচনা প্রতিবেদনে এই বিষয়টি উঠে এসেছে।
তালেবানের কার্যক্রম নিয়ে একটি গোপন প্রতিবেদন তৈরি করেছে জাতিসংঘ। সেই প্রতিবেদনটি দেখেছে বিশ্বের শীর্ষ পর্যায়ে কয়েকটি গণমাধ্যম। সেসব সূত্র থেকে জানা যায়, তালেবানরা অগ্রাধিকারের ভিত্তিতে একটি তালিকা তৈরি করেছে। সেই তালিকায় আমেরিকার মিত্রদের নাম সবার উপরেই রয়েছে।
আমেরিকা এবং ন্যাটোর হয়ে যারা কাজ করেছেন, তাদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করার পাশাপাশি তাদের ধরা দেওয়ার কথাও জানিয়ে দিয়েছে তালেবান। আর ধরা না দিলে তাদের পরিবারের সদস্যদের গ্রেফতার করা হবে বলেও হুমকি দিচ্ছে সশস্ত্র গোষ্ঠীটি।
তালেবানদের কার্যক্রম এখানেই শেষ নয়, আফগানিস্তানের রাজধানী কাবুল বিমানবন্দরে যাওয়ার পথসহ দেশটির বড় শহরগুলোতে চেকপোস্ট বসিয়ে লোকজনকে পরীক্ষা করা হচ্ছে।
জাতিসংঘের প্রতিবেদনটিতে নরওয়েজিয়ান সেন্টার ফর গ্লোবাল অ্যানালাইসিসে নির্বাহী পরিচালক ক্রিশ্চিয়ান নেলেম্যান বলেন, ‘যারা নিজেরা ধরা দিচ্ছে না কিংবা অস্বীকার করছে, তাদের পরিবারকে ধরার চিন্তা করছে তালেবান। আর তাদের শরিয়া আইন অনুসারে বিচার করা হচ্ছে।’