সব
facebook apsnews24.com
তালেবানের অগ্রযাত্রার মুখে কূটনীতিকদের কাবুল ছাড়ার হিড়িক - APSNews24.Com

তালেবানের অগ্রযাত্রার মুখে কূটনীতিকদের কাবুল ছাড়ার হিড়িক

তালেবানের অগ্রযাত্রার মুখে কূটনীতিকদের কাবুল ছাড়ার হিড়িক

আফগানিস্তানে তালিবানদের দ্রুত অগ্রযাত্রার মুখে কর্মী ও নাগরিকদের সরিয়ে নিতে অনেক দেশ হিমশিম যাচ্ছে। পাশাপাশি বিদেশি কূটনীতিকদের কাবুল ছাড়ার হিড়িক পড়েছে।

ইতিমধ্যে নিজেদের কূটনীতিক, আফগান দোভাষীদের আফগানিস্তান ত্যাগ নির্বিঘ্ন করতে মার্কিন সেনাদের প্রথম দল কাবুলে পৌঁছেছে।

বিবিসি জানায়, শুক্রবার তালেবান যোদ্ধার লোগার প্রদেশের রাজধানী পুল-ই-আলম দখল করে নিয়েছে, যা রাজধানী থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে।

জাতিসংঘ প্রধান বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, যা বেসামরিক নাগরিকদের জন্য ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনছে।

পরিস্থিতির চাপে ইতিমধ্যে আড়াই লাখের বেশি মানুষ বাড়ি-ঘর ছাড়তে বাধ্য হয়েছে।

মে মাস থেকে ২০ বছরের যুদ্ধক্ষেত্র আফগানিস্তান ছাড়তে শুরু করে মার্কিন বাহিনী। এরপর থেকে তালেবানদের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। ইতিমধ্যে দেশটির ৩৪টি প্রাদেশিক রাজধানীর ১৮টি দখল করে নিয়েছে, তাও মাত্র এক সপ্তাহের মাঝে।

শুক্রবার আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার, পার্শ্ববর্তী লস্কর শাহ ও পশ্চিমের হেরাত দখল করে নেয় তালেবানরা।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি তালেবানদের এগিয়ে আসাকে ‘গভীর উদ্বেগের’ বলে উল্লেখ করেন। তবে শিগগিরই কাবুলের পতন হবে এমন আশঙ্কা নাকচ করেছেন।

এ দিকে চলতি সপ্তাহের শেষ নাগাদ দূতাবাসের কর্মী ও আফগান দোভাষীদের ফেরাতে মোট ৩০০০ হাজার মার্কিন সেনা আসছে।

কাবুল থেকে আকাশপথে প্রতিদিন হাজার হাজার মানুষকে সরানোর পরিকল্পনা রয়েছে তাদের।
গোয়েন্দা তথ্যের মূল্যায়ন করে সম্প্রতি মার্কিন কর্মকর্তারা জানান, ৩০ দিনের মধ্যে কাবুল পুরো দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে, আর পতন ঘটতে পারে ৯০ দিনের মধ্যে। তবে এও বলেছেন, যুদ্ধের গতিপথ বদলে গেলে অন্য কিছুও হতে পারে।

এ দিকে নিজেদের কর্মীদের ফেরাতে ৬০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাজ্য। জার্মানির মতো এ দেশটিও স্বল্পসংখ্যক কর্মী রাখবে দূতাবাসে। তবে ডেনমার্ক ও নরওয়ে দূতাবাস পুরোপুরি বন্ধ করে দিয়েছে।

আপনার মতামত লিখুন :

দুবাই বিমানবন্দরে জলাবদ্ধতা, সীমাহীন ভোগান্তি ও যাত্রীদের শোচনীয় অবস্থা

দুবাই বিমানবন্দরে জলাবদ্ধতা, সীমাহীন ভোগান্তি ও যাত্রীদের শোচনীয় অবস্থা

রাশিয়ার মস্কো হামলার ঘটনা যে পরিমাণ অর্থের বিনিময়ে ঘটেছে

রাশিয়ার মস্কো হামলার ঘটনা যে পরিমাণ অর্থের বিনিময়ে ঘটেছে

ইসরায়েলের এক কমান্ডার বললেন গাজা যুদ্ধে হেরেছে ইসরায়েল

ইসরায়েলের এক কমান্ডার বললেন গাজা যুদ্ধে হেরেছে ইসরায়েল

ত্রাণের অপেক্ষায় থাকা ২০ ফিলিস্তিনি ইসরায়েলী হামলায় নিহত

ত্রাণের অপেক্ষায় থাকা ২০ ফিলিস্তিনি ইসরায়েলী হামলায় নিহত

মার্কিন পররাষ্ট্র দপ্তর ড. ইউনুস ইস্যুতে যা বললো

মার্কিন পররাষ্ট্র দপ্তর ড. ইউনুস ইস্যুতে যা বললো

মিয়ানমার থেকে আরও ১৫০ বিজিপি সদস্য ঢুকল বাংলাদেশে

মিয়ানমার থেকে আরও ১৫০ বিজিপি সদস্য ঢুকল বাংলাদেশে

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj