তালহা জাহিদ( উজিরপুর): বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে আজ শোকাবহ ১লা আগষ্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, ভগ্নীপতি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সহ ১৫ই আগষ্টে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদার’র উদ্যোগে ইউনিয়ন পরিষদে কোরআন খতম ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এব্যাপারে সাতলা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদার বলেন, “১৯৭৫ সালের এই মাসে বাঙালি জাতি হারিয়েছে তার হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।১৯৭৫ সালের আগস্টের কালরাতে ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যার পাশাপাশি হত্যা করেছে বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবকে। এ ছাড়াও, সেদিন ঘাতকদের হাতে প্রাণ দিয়েছিলেন বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল।
পৃথিবীর এই ঘৃণ্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসের, ভগ্নীপতি আব্দুর রব সেরনিয়াবাত, ভাগ্নে শেখ ফজলুল হক মনি, তার সহধর্মিণী আরজু মনি ও কর্নেল জামিল, দক্ষিণ বাংলার রাজনৈতিক অভিভাবক জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্’র শিশু পুত্র সুকান্ত আবদুল্লাহ্’সহ পরিবারের ১৬ জন সদস্য ও আত্মীয়-স্বজন। সাতলা ইউনিয়নের পক্ষ থেকে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে দিন ব্যাপি তাদের আত্মার মাগফিরাত কামনা করে পবিত্র কোরআন খতম ও দোয়া মোনাজাত করা হয়। তিনি আরো বলেন বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এমন কর্মকান্ড যারা ঘটিয়েছে সেই সব মোস্তাক-জিয়া’র মত ষড়যন্ত্রকারিদের জাতি ঘৃণা ভরে স্বরন করবে।’