গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় প্রশাসনের ব্যাপক নজরদারির মাধ্যমে কঠোর লকডাউনের নবম দিন অতিবাহিত হয়েছে। মরণঘাতি করোনা ভাইরাস বিস্তার রোধে সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউনের নবম দিনে গলাচিপা পৌর শহরসহ উপজেলার সর্বত্র প্রশাসনের ব্যাপক নজরদারি চলছে। শনিবার (৩১ জুলাই) সকালে পৌর শহর ঘুরে দেখা গেছে, জনসাধারনকে সরকার ঘোষিত ৭দিনের কঠোর লকডাউন মানতে উপজেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর সদস্যদের বিভিন্ন স্থানে টহল দিতে দেখা গেছে। উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টায়রত আছে উপজেলা প্রশাসন। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম বলেন, সরকারি নির্দেশ অমান্য করলে ভ্রাম্যমান আদালত নিয়মিত পরিচালনা অব্যহত থাকবে। উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, কঠোর লকডাউন মানতে উপজেলা প্রশাসন ও আইশৃংঙ্খলা বাহিনী জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে।