সৈকত বাড়ৈ:
বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার যৌথ অভিযানে উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা ও মোল্লাপাড়ার বিল থেকে ৮ টি চায়না দোয়ারী জাল ও ১টি ভেসাল জাল জব্দ করা হয়েছে। বুধবার দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হাশেম এর নির্দেশে অভিযান পরিচালনা করেন আগৈলঝাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আলম।
অভিযান শেষে মৎস্য কর্মকর্তা মো: আলাম বলেন দেশীয় প্রজাতির যেমন টেংরা, কই,শিং,খলিশা, বাইং,টাকি , শৌল ইত্যাদি বিলুপ্তির পথের মাছ রক্ষার্থে ও পুষ্টি চাহিদা নিশ্চিত,দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও আগৈলঝাড়া উপজেলার রেনু পোনা ধ্বংসকারী মৎস্যদস্যু মুক্ত করতে এ অভিযান যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এবং এই জব্দকৃত অবৈধ জাল গুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম স্যারের উপস্থিতিতে উপজেলা চত্বরে পুড়িয়ে দেওয়া হবে।