সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ এলাকার নিম্নাঞ্চল প্লাবিত সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের হারুদা গ্রামে ২৭ জুলাই মঙ্গলবার রাত সাড়ে আটটার সময় অল্প সময়ে প্রচন্ড এক ঝড় প্রায় ১৫ টি থেকে ২০ টি বাড়ি ঘর ভেঙে চুরে লন্ডভন্ড হয়ে গেছে। কালিগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুস সবুর জানান সন্ধ্যার সাথে সাথে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে অন্য দিকে রাত আনুমানিক সাড়ে আটটার দিকে উপজেলার সীমান্ত কালিন্দী নদীর পাশে যেখানে ঘূর্ণিঝড় ইয়েস এর প্রভাবে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল তারই পাশে বসবাসকারী মথুরশেপুর ইউনিয়নের হাড়দ্দাহ গ্রামে আকস্মিক ঝড়ে ১৫থেকে ২০টা বসতবাড়ি সব ভেঙেচুরে লন্ডভন্ড হয়ে গেছে হঠাৎ ঝড়ে ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ায় সাধারণ মানুষ দিশেহারা বিদ্যুৎ লাইনের তার ছিড়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে । এদিকে গতকাল মঙ্গলবার থেকে থেকে বুধবার পর্যন্ত প্রায় ১৯ ঘণ্টা মুষলধারে বৃষ্টিপাত এর ফলে সাতক্ষীরা উপজেলার ৭টি উপজেলার আশেপাশে এলাকার অধিকাংশ বাড়ি ঘর ডুবে গেছে। পাশাপাশি এলাকার হাজার হাজার মৎস্য ঘের শত শত পুকুর বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ফলে বহু টাকার মাছের ক্ষতি সাধিত হয়েছে, প্রচন্ড বর্ষার ফলে ক্ষেতের শাক সবজি ডুবে গিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে অতি বর্ষণের ফলে এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয় । একদিকে করনা ভাইরাসের কারণে চলছে সরকার ঘোষিত লকডাউন অন্যদিকে প্রকৃতির অতি বর্ষণে কোন প্রকার কাজ না থাকায় নিম্নআয়ের মানুষের চরম দুর্দিন কষ্টের মধ্যে জীবন যাপন করতে হচ্ছে উপজেলার বিভিন্ন অঞ্চলে গ্রাম এলাকায় জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসক, পুলিশ সুপার, চেয়ারম্যান,নির্বাহী কর্মকর্তা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য সহ এলাকায় রাজনৈতিক ব্যক্তিবর্গ সফল ব্যক্তিদের এগিয়ে আসতে হবে জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলে, এলাকাবাসী আশাবাদি।