মোঃ মনিরুল ইসলাম লিমন
মহামারী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ১৪ দিনের কঠোর লগডাউনের দ্বিতীয়দিনে শনিবার সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে বরিশালের গৌরনদীতে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস ও আইন শৃঙ্খলাবাহীনি। এ ছাড়া করোনাভাইরাস সংক্রমণ থেকে সু-রক্ষার জন্য টিকা নেওয়ার জন্য জনসাধারনকে উদ্ধুব্ধ করেন ইউএনও বিপিন চন্দ্র বিশ্বাস ।
গৌরনদী বন্দর, বাসষ্ট্যান্ড এলাকায় ও শনিবার সকালে টরকী বন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্টে অভিযান চালিয়ে লকডাউনে সরকারি নিদের্শনা ও স্বাস্থ্য বিধি না মানায় দোকান মালিক, মোটর সাইকেল চালকসহ ৭ টি মামলায় ৫ হাজার দুই’শ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস মোবাইল কোর্ট সহযোগীতা করেন গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন ও আওলাদ হোসেন। এ ছাড়া গৌরনদী বন্দর মাছ বাজারে জাটকা নিধনের অভিযান চালায়। এসময় জাটকা বিক্রির অপরাধে এক মাছ ব্যবসায়ীকে জরিমানা করেন এবং জাটকা জব্দ করে এতিম খানায় বিতরণ করেন।