মহিবুল্লাহ পাটোয়ারী (কলাপাড়া -কুয়াকাটা ) প্রতিনিধি :
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পাচজুনিয়ায় স্থানীয় প্রভাবসালী মহল দীর্ঘ ২৫ বছর ধরে সরকারি খালে বাঁধ দিয়ে ঘের তৈরি করে জমি চাষকৃত কৃষকদের ক্ষতি সাধারণ করে আসছিলো স্থানীয় একটি প্রভাবশালী মহন।
পরবর্তীতে বিষয়টি নিয়ে একাধীক ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় নিউজ হওয়ায় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসে।
সোমবার (২৬ জুলাই) সকালে বৈরী আবহাওয়া উপেক্ষা করে পাচজুনিয়া ৩.৫ কিমি খালে ১৬ টি অবৈধ বাধের মধ্যে ১০ টি বাধ কেটে খালটি উন্মুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোঃ শহিদুল হক।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন কলাপাড়ার উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান ও স্থানীয় চেয়ারম্যান সহ এলাকার সাধারণ জনগণ।
এ বিষয়ে কলাপাড়া নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোঃ শহিদুল হক জানান, পাচজুনিয়ার যে ঘের গুলি করেছে তার ১০ টি বাঁধ কেটে দিয়েছি । বৈরী আবহাওয়ার কারনে বাকি বাধ গুলো আগামি কাল কেটে দেওয়া হবে। খালগুলি দখল মুক্ত করায় স্থানীয় কৃষদের মাঝে সস্তি ফিরে পেয়েছে।