সব
facebook apsnews24.com
উজিরপুর জল্লায় ভূল চিকিৎসায় মৃত্যু, অভিযোগ স্বজনদের! - APSNews24.Com

উজিরপুর জল্লায় ভূল চিকিৎসায় মৃত্যু, অভিযোগ স্বজনদের!

উজিরপুর জল্লায় ভূল চিকিৎসায় মৃত্যু, অভিযোগ স্বজনদের!

তালহা জাহিদ (উজিরপুর) : বরিশাল জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নে ২৪ জুলাই শনিবার সন্ধ্যা ৭ টায় লোকনাথ বাজারের কথিত চিকিৎসক বাসুদেব মহুরি(৩৫)’র ভূল চিকিৎসায় স্থানীয় পিরেরপাড় গ্রামের মৃত. নিতাই সরকার এর ছেলে নিখিল সরকার (৩৬)’র মৃত্যুর অভিযোগ পাওয়া যায়।

নিহত নিখিল সরকার’র স্বজনরা এমনটা অভিযোগ করেন। তারা জানান, নিখিলের এলার্জি সমস্যায় অসুস্থ হয়ে পরলে, এতে স্থানীয় কথিত ডাক্তার বাসুদেব মহুরিকে খবর দিলে, তিনি সন্ধ্যা ৭ টার দিকে ভিকটিম নিহত নিখিল সরকার’র বাসায় এসে তাকে চিকিৎসা করতে শুরু করেন, এবং রোগীর শরিরে পর পর তিনটি ইনজেকশন পুস করেন, ইনজেকশন দেওয়ার আনুমানিক ১০ মিনিটের মধ্যে নিখিল সরকার মৃত্যুর কোলে ঢোলে পরেন। এমন অবস্থায় কথিত ডাক্তার বাসুদেব মহুরি কাউকে তেমন কিছু না বলে দ্রুত স্থান ত্যাগ করেন।

ডাক্তারের এমন প্রস্থান ও নিখিলের এমন নিথর দেহ পরে থাকতে দেখে, স্ত্রী উর্মিলা সরকার ও স্বজনদেন বুঝতে বাকি নেই যে নিখিল না ফেরার দেশে চলে গেছেন। স্বজনদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন উপস্থিত হয়ে ঘটনা শুনে কথিত ডাক্তার বাসুদেব মহুরি’কে মুঠো ফোনে ফোন করলে নাম্বার বন্ধ পাওয়া যায়। পরে ডাক্তারকে ডাকতে লোকজন গেলে তালে খুঁজে পাওয়া সম্ভব হয় না।

নিহত নিখিল সরকার স্থানীয় লোকনাথ বাজারের ফার্নিচার দোকান পরিচালনা করতেন।

এব্যাপারে স্থানীয় লোকজন থানা পুলিশে সংবাদ দিলে, থানা পুলিশ উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে এবং লাশ পোস্টমডামে জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়।

এব্যাপারে স্থানীয় সূত্রে জানা যায়, কথিত ডাক্তার বাসুদেব মহুরি’এর ভূল চিকিৎসায় এর আগেও ছোট খাটো ঘটনা ঘটেছে এবং এতে ইতিপূর্বে ডাক্তারকে অপদস্ত করা হয়েছে। কিন্তু কচু কাঁটতে কাঁটতে যেমনি গলা কাঁটার সাহস হয়, তেমনি ইতিপূর্বে বেশ কিছু ঘটনায় কয়েকবার ছার পাওয়াতে, এমনটা করার সাহস পান এই হাতুরে ডাক্তার বাসুদেব মহুরি বলে জানান একাধিকজন।

এব্যাপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আর্শাদ জানান, ঘটনা শুনে থানা পুলিশ লাশ উদ্ধার করে। তদন্ত সাপেক্ষে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

দেশে পর্যাপ্ত সংখ্যক বিচারক নেই, প্রধান বিচারপতি

দেশে পর্যাপ্ত সংখ্যক বিচারক নেই, প্রধান বিচারপতি

কাওলা শিয়ালডাঙ্গায় পশুর হাটে হাইকোর্টের স্থগিতাদেশ।

কাওলা শিয়ালডাঙ্গায় পশুর হাটে হাইকোর্টের স্থগিতাদেশ।

কুষ্টিয়ায় কুপিয়ে হত্যার দায়ে তিন জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

কুষ্টিয়ায় কুপিয়ে হত্যার দায়ে তিন জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

ফুলবাড়ীতে এসএসসি ১৯৭৯ ব্যাচের বন্ধু মিলন-মেলা অনুষ্ঠিত

ফুলবাড়ীতে এসএসসি ১৯৭৯ ব্যাচের বন্ধু মিলন-মেলা অনুষ্ঠিত

সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার পাচ্ছেন শিশুসাহিত্যিক স.ম. শামসুল আলম

সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার পাচ্ছেন শিশুসাহিত্যিক স.ম. শামসুল আলম

ফুলবাড়ী ডিগ্রী কলেজে আন্ত:বিভাগ বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফুলবাড়ী ডিগ্রী কলেজে আন্ত:বিভাগ বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj