লালপুর(নাটোর)প্রতিনিধি,২৩জুলাই
নাটোরের লালপুরে করোনা ভাইরাসের প্রভাবে পান দোকানী ও স্টুডিও ব্যবসায়ীরা দুশ্চিন্তায় পড়েছে।করোনা সংক্রমনের কারণে দীর্ঘদিন লকডাউনে দোকান বন্ধ থাকায় ,ক্ষতিগ্রস্থ হয়েছে।
পান দোকানিরা বলছে,আমাদের পুজি অল্প ,অল্প পুজি দিয়ে ব্যবসা চালায় ,দীর্ঘদিন লকডাউন থাকায় দোকান খুলতে না পারায় ক্ষতিগ্রস্থ হয়েছি। দোকানের আয় দিয়ে আমাদের পরিবার চালাতে হয়,দোকান ভাড়া, বিদুৎ বিল, নাইট গার্ড,ঝাড়ূদাড়ের বিল দিতে হয়।উপার্জন না থাকায় অসহায় হয়ে পড়েছি। সরকারি কোন সহযোগিতা পায়নি। ব্যবসায়ী সমিতিও আমাদের ছোট দোকান বলে সহযোগিতা করছে না।
প্রবীণ ব্যবসায়ী রুপান্তর স্টুডিও বলছে, দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারী বেসরকারী চাকুরীর আবেদন সহ বিভিন্ন কার্যকম যা ষ্টুডিওর ব্যবসার সংগে জড়িত বন্ধ থাকায় ,আমাদের কোন কাজ নেই । ক্ষতিগ্র¯ ’ হয়েছি। মানবেতর জীবন যাপন করছি সহযোগিতা পরামর্শ কোনটাও পায়নি।
দোকানদাররা বলছে ,সবকিছু চলছে আমরা দোকানদারেরা লকডাউনে দোকান খুলতে পারছি না। ।অনেক সময় দেখা যাচ্ছে, দুমুটো খাবারের জন্য দোকান খুললে নির্বাহী ম্যাজিস্টেট, পুলিশ,দোকানদারদের প্রতি কঠিন চাপ দিচ্ছে,জরিমানা করছে। যা দেওয়া সম্ভব হচ্ছেনা করোনাভাইরাস প্রতিরোধে আমরাও লকডাউন মেনে চলছি।
সচেতন মহল বলছে, যারা ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের সহযোগিতা করা হোক।
মোঃনাঈম ফেরদেীস
লালপুর, নাটোর।
০১৭৬৫৩২২৯৫০
২৩-০৭-২০২১ইং