সব
facebook apsnews24.com
লতিফুর রহমান'র "মধ্যযুগীয়" - APSNews24.Com

লতিফুর রহমান’র “মধ্যযুগীয়”

লতিফুর রহমান’র “মধ্যযুগীয়”

লতিফুর রহমান প্রামানিক

তুমি আর আমি মধ্যযুগীয় প্রেমিক প্রেমিকার মতো,
সেই সেকেলে, রং হীন, শ্রী হীন, উটকো গন্ধহীন,
সহজ, সরল, হ্রদের শান্ত, ধীর জলের মতো।
তবে হাল আমলের উত্তাল, বাধভাঙ্গা,,
রংগিলা মেয়ের ঠোঁটের পাপড়ির উজ্জ্বল, ঝলসানো,
লিপস্টিকের মতো চকচকে নহে।
তুমি আর আমি প্রাগৈতিহাসিক কালের,
প্রেমিক প্রেমিকার মতো,
আদিম আর্যগনের মতো,
ভীষণ লাজুকলতা মাখানো,
শালীনতা মাখানো,
এক নদীসম জলের মতো উথাল-পাতাল,
প্রেমের অতলান্ত জলে,
দুটো পদ্মের মতো।
তুমি তখন পদ্মাবতী,
আমি হলাম রত্নসেন।
আমরা মধ্যযুগীয় প্রেমিকের মতো,
প্রেমিকার মতো।
এখনো সূর্যের মুখের জমিনে তাকিয়ে দেখি,
তোমার আকাশে সকাল হয়েছিল নাকি,
এখনো বৃষ্টি হলে, জানালায় দাঁড়িয়ে,
কল্পনায় আঁকি, তুমি বৃষ্টিতে ভিজে,
কাকভেজা হয়েছ নাকি?
আদিম মানুষের মতো,
যোগাযোগ বিহীন।

আপনার মতামত লিখুন :

ভারতের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস এর শেষ নিঃশ্বাস ত্যাগ

ভারতের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস এর শেষ নিঃশ্বাস ত্যাগ

কবিতা ‘তেলবাজি’

কবিতা ‘তেলবাজি’

কবিতা ‘যুদ্ধ মানে’

কবিতা ‘যুদ্ধ মানে’

রক্তে কেনা মাতৃভাষা

রক্তে কেনা মাতৃভাষা

কবিতা ‘হতে হলে’

কবিতা ‘হতে হলে’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj