রুবেল রানা,
জেলা প্রতিনিধি, কুষ্টিয়া।
কুষ্টিয়া,১১ই জুলাই ২০২১ইং//
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দীর্ঘ দিন ধরে করোনা রোগীদের সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোহাঃ দেলোয়ার হোসেন।কুষ্টিয়ায় তিনি সম্মুখ সারির এক করোনা যোদ্ধা। বর্তমানে তিনি ও তার পরিবারের সকলেই করোনায় আক্রান্ত। কয়েকদিন ধরেই ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। সাথে ছিল গলাব্যথা আর কাশি। সতর্কতার অংশ হিসেবে গতকাল করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেন। সেই ফলাফল এসেছে পজিটিভ।বর্তমানে নিজের বাসায় আছেন ডাঃ মোহাঃ দেলোয়ার হোসেন। আইসোলেশনে থেকে ঘরোয়া চিকিৎসা নিচ্ছেন। তার পরিবারের সদস্যদেরও করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন।করোনা আক্রান্ত হওয়ার আগে নিজ কর্মস্থল কুষ্টিয়া মেডিকেল কলেজে নিজের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। যাতায়াত ছিল কুষ্টিয়া ২৫০ শর্যা হাসপাতালেও। তিনি করোনা মোকাবেলায় তার সকল ডাক্তারদের নিয়ে সর্বপরি অগ্রনী ভূমিকা পালন করে আসছিলেন।তিনি অত্যান্ত নিষ্ঠার সাথে এ দায়িত্ব পালন করে যাচ্ছেন। মহামারীর শুরু থেকেই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছিলেন সকল ডাক্তারগনকে নিয়ে এই কর্মকর্তা। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলছিলো ডাত্তারী কার্যক্রম। তারপরও এই অধ্যক্ষ করোনা আক্রান্ত হয়ে পরেন।এ খবরে উদ্বেগ জানিয়েছেন মেডিকেল সংশ্লিষ্টরা।
মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোহাঃ দেলোয়ার হোসেন জানিয়েছেন, “তিনি সকলের কাছে দোয়া প্রার্থী এবং দ্রুত সুস্থ হয়ে পূনরায় উনার প্রিয় কর্মস্থলে ফিরে এসে এই মহামারি মোকাবেলায় জনগনের জন্য কাজ করে যেতে চান”।