শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এমনিতেই রাজধানীর রাস্তা ফাঁকা থাকে। এরসাথে লকডাউন যোগ হওয়ায় রাজধানীর সড়কগুলোতে যনবাহনের সংখ্যা নেই বললেই চলে, মানুষের উপস্থিতিও কম। ফলে ঢাকার রাস্তায় সুনসান নিরবতা আজ।
লকডাউনের নবম দিনে রাজধানী বিভিন্ন এলাকার খোঁজ নিয়ে জানাযায়, প্রগতি সরণি, রামপুরা, মালিবাগ, গুলশান, বাড্ডা, কুড়িল বিশ্বরোড এলাকায় লকডাউনে গণপরিবহন না চলার পাশাপাশি আগের দিনগুলোর তুলনায় সড়কে মানুষ ও যানবাহন অনেক কম। সড়কে অল্প সংখ্যক ব্যক্তিগত গাড়ি, ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ চলছে। তব অন্য সব বাহনের তুলনায় আজ রিকশার সংখ্যা কিছুটা বেশি। সেই সঙ্গে অন্যান্য দিনের মতোই সড়কে অনুমোদিত দোকান ছাড়া বাকি সব বন্ধ থাকতে দেখে গেছে।
শুক্রবার রাস্তায় বের হওয়া একজন কর্মজীবী বলেছেন, আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকালে সড়কে মানুষের উপস্থিতি অনেক কম। সেই সঙ্গে যানবাহনের সংখ্যাও কম। অন্যদিন যাওয়ার জন্য কোনো না কোনো ব্যবস্থা হয়ে যায়। সিএনজি, খ্যাপের মোটরসাইকেল বা চলতি প্রাইভেটকার কিছু না কিছু পেয়ে যাই। আজ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, বাহন পাচ্ছি না।